এক্সপ্লোর
Advertisement
মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী, অভিনন্দন ট্রাম্পের
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, বাণিজ্য-বিরোধী নীতি ঘিরে তীব্র বিরোধের জেরে তিক্ত আমেরিকা-মেক্সিকো সম্পর্ক। এই প্রেক্ষাপটেই মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাডরকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানবিরোধী ওবরাডরের সঙ্গে একসঙ্গে কাজ করতে খুব মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি। এও লিখেছেন, এত কিছু করার রয়েছে যাতে আমেরিকা, মেক্সিকো-উভয়েরই উপকার হতে পারে।
Congratulations to Andres Manuel Lopez Obrador on becoming the next President of Mexico. I look very much forward to working with him. There is much to be done that will benefit both the United States and Mexico!
— Donald J. Trump (@realDonaldTrump) July 2, 2018
এই রিপাবলিকান ট্রাম্পই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেক্সিকা থেকে আসা অভিবাসীদের একাংশ 'অপরাধী', 'ধর্ষক' বলে মন্তব্য করেন, এমনকী প্রেসিডেন্ট হয়ে ৩২০০ কিমি দীর্ঘ আমেরিকা-মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার নির্দেশও দেন।
অতি সম্প্রতি মেক্সিকো অভিবাসীদের 'জানোয়ার' বলায় ট্রাম্পকে একহাত নেয়। সীমান্তে দেওয়াল তোলার খরচ তাঁদের দিতে হবে, ট্রাম্পের এই অনড় অবস্থানের জন্য বিদায়ী মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো দুবার ওয়াশিংটন সফর বাতিল করেন।
ট্রাম্পের যে নীতিতে অভিবাসীদের সন্তানদের সীমান্তে বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ব্যবস্থা ছিল, তার বিরুদ্ধেও আন্তর্জাতিক স্তরে ঘনিয়ে ওঠা অসন্তোষের মোকাবিলা করতে হচ্ছে হোয়াইট হাউসকে। ট্রাম্প আবার দু দশকের পুরানো বাণিজ্য নীতি নাফটা-ও বাতিলের হুঙ্কার দিয়েছেন, যা নিয়ে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মধ্যে জট তৈরি হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement