এক্সপ্লোর
Advertisement
অর্থনীতির দরজা খুলে দেওয়ার পর 'চমকপ্রদ' সমৃদ্ধির ভারতের, বললেন ট্রাম্প, ভূয়সী প্রশংসা মোদীরও
দানাং (ভিয়েতনাম): বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকনমিক কোঅপারেশন (অ্যাপেক) সামিটের অবসরে সিইও-দের সভায় অর্থনীতির দরজা খুলে দেওয়ার পর ভারতের 'চমকপ্রদ' উন্নয়ন, সমৃদ্ধির ভূয়সী প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও গুণগান করেন মার্কিন প্রেসিডেন্ট।
অ্যাপেক গোষ্ঠীর বাইরের দেশগুলিও 'ইন্দো-প্রশান্তমহাসাগর এলাকার এই নয়া অধ্যায়ে বড় পা ফেলে এগচ্ছে' বলে মন্তব্য করেন তিনি। ভারতে স্বাধীনতার ৭০-তম বর্ষপূর্তি চলছে, ভারত ১30 কোটি মানুষের সার্বভৌম গণতন্ত্র, বিশ্বের সর্ববৃহত্ গণতন্ত্র বলেও উল্লেখ করেন ট্রাম্প। বলেন, অর্থনৈতিক ময়দান উন্মুক্ত করে দেওয়ার পর থেকে দুর্দান্ত বৃদ্ধি হয়েছে ভারতের, তার ক্রমবর্ধমান মধ্যবিত্ত সম্প্রদায়ের সামনে প্রচুর নতুন সুযোগসুবিধাও তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিশাল দেশ ও তার জনগণকে একজোট করার প্রয়াস করছেন। তিনি দারুণ সফলও।
রবিবার ভারত-আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে অংশ নিতে ফিলিপিন্স রওনা হচ্ছেন মোদী। ইস্ট এশিয়া সামিটে থাকার কথা মার্কিন প্রেসিডেন্টেরও।
অ্যাপেক-এর বিজনেস মিটে তিনি অবাধ ইন্দো- প্য়াসিফিক অঞ্চল গড়ে তোলা সম্পর্কে নিজের ভাবনাচিন্তাও প্রকাশ করেন। বলেন, দীর্ঘকাল ধরে ইন্দো-প্য়াসিফিক অঞ্চলে আমরা বন্ধু ও শরিক হিসাবে রয়েছি। জনগণ তার আগামীকালের ভার হাতে তুলে নিলে কী করা সম্ভব, সাম্প্রতিক দশকগুলিতে এখানকার কাহিনি সেটাই। তিনি ইন্দো-প্রশান্তমহাসাগরীয় এলাকা শব্দটি প্রয়োগ করায় মনে করা হচ্ছে, বেজিংকে রুখতে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারতকে নিয়ে জোট পুনরুজ্জীবনের ভিত তৈরির প্রয়াস দানা বাঁধছে, তার সঙ্গে এর কোনও সম্পর্ক থাকতে পারে।
ভারত, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকার বহুস্তরীয় বৈঠকের প্রস্তাবে ইতিমধ্য়েই সতর্ক প্রতিক্রিয়া দিয়ে চিন জানিয়েছে, এতে তৃতীয় তরফের স্বার্থকে আঘাত করা হবে না বলে তাদের প্রত্য়াশা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement