এক্সপ্লোর
বললেন, ভাল খবর আছে আমেরিকার কাছে, ভারত-পাকিস্তান সংঘাতের অবসানে আশাবাদী, জানালেন ট্রাম্প

হ্যানয়: ভারত, পাকিস্তানের চলতি বিরোধ, সংঘাত, বিদ্বেষের শীঘ্রই অবসানের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামের রাজধানীতে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জন-উনের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের মুখে ভারত-পাক সম্পর্কের বর্তমান হাল হকিকতের কথা শোনা যায়। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে আমেরিকা সাহায্য করার চেষ্টা করছে বলে জানান তিনি। পাকিস্তান, ভারত থেকে আমেরিকার কাছে ‘যুক্তিসঙ্গত দারুণ খবর’ এসেছে বলে মন্তব্য করেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ওদের (ভারত ও পাকিস্তান) সংঘাতে ইতি টানতে সাহায্য করার চেষ্টা করছি আমরা এবং সত্যিই আশা করার মতো ভাল খবর আছে আমাদের কাছে। আমি আশাবাদী যে, উত্তেজনার অবসান হতে পারে, দীর্ঘদিন ধরেই তা চলছে। ভারত, পাকিস্তানের পরস্পরকে প্রভূত অপছন্দ করে বলেও মন্তব্য করেন ট্রাম্প। পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে জয়েশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলার জেরে ভারত, পাকিস্তান সম্পর্কে তীব্র সন্দেহ, অবিশ্বাসের আবহে নতুন মাত্রা যোগ হয়েছে। পাল্টা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জয়েশের সবচেয়ে বড় প্রশিক্ষণ ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ যুদ্ধবিমান। প্রচুর জয়েশ সন্ত্রাসবাদী খতম হয়েছে। ওই ঘাঁটির মাথায় ছিল জয়েশ প্রধান মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার। সেও নিহত হয়েছে বোমাবর্ষণে। পাল্টা বুধবার দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ফেলে দিয়েছে, এক পাইলটকে গ্রেফতার করেছে বলে দাবি করে পাকিস্তানও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















