এক্সপ্লোর
Advertisement
ট্যুইটারে লাইভ ব্রডকাস্টের সময় অবমাননাকর মন্তব্য করলে অ্যাকাউন্ট হতে পারে ব্লক
স্যান ফ্রান্সিসকো: ট্যুইটারের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম পেরিস্কোপে কেউ অবমাননাকর মন্তব্য করলে এবার থেকে ব্লক করা হতে পারে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট। ট্যুইটারের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। ১০ অগাস্ট থেকে চালু হচ্ছে এই ব্যবস্থা। যাঁরা ক্রমাগত পেরিস্কোপে আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পেরিস্কোপের পক্ষ থেকে এক পোস্টে জানানো হয়েছে, ‘আমরা পরিষেবা আরও সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরাসরি সম্প্রচারের সময় চ্যাটের বিষয়ে আমাদের যে নীতি আছে, সেটি আরও কঠোর করা হচ্ছে। এই নীতি পেরিস্কোপের পাশাপাশি ট্যুইটারেও সব সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যে নিয়ম চালু আছে, তাতে যদি কোনও একজনের মন্তব্য নিয়ে কোনও ট্যুইটার ব্যবহারকারী আপত্তি জানান, তাহলে অন্য কয়েকজনকে বেছে নিয়ে এ বিষয়ে তাঁদের মতামত জানতে চাওয়া হয়। তাঁরাও আপত্তি জানালে তখন ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। ১০ অগাস্ট থেকে বারবার আমাদের চ্যাট বিষয়ক নীতি ভঙ্গ করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করে দেব আমরা। ট্যুইটার ও পেরিস্কোপে সবাই যাতে সুরক্ষিত বোধ করেন, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তাই কোনও চ্যাট নিয়ে আপত্তি থাকলে আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement