এক্সপ্লোর
তালিবান নেতাদের হয় তাড়াও. নয়তো গ্রেফতার করো, কাবুলে হোটেলে হামলার পর পাকিস্তানকে বলল আমেরিকা

ওয়াশিংটন: কাবুলের ইন্টার-কন্টিনেন্টাল হোটেলে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার দায় তালিবান স্বীকার করার পর পাকিস্তানকে তাদের বিরুদ্ধ কঠোর পদক্ষেপ করতে বলল আমেরিকা। ওই হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। হোয়াটস হাউসের বক্তব্য, যে তালিবান নেতারা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে সন্ত্রাস চালাচ্ছে, হয় তাদের বের করে দিতে হবে, নতুবা গ্রেফতার করতে হবে। পাকিস্তানের মাটিকে সন্ত্রাসবাদে ওদের ব্যবহার করতে দেওয়া চলবে না। হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স সাংবাদিক বৈঠকে এ কথা বলেন। সেইসঙ্গে বলেন, আফগানিস্তানে কাবুলের হোটেলে যেমন হয়েছে, তেমন সাধারণ মানুষের ওপর সন্ত্রাসবাদী হামলায় আমাদের আফগান শরিকদের পাশে দাঁড়ানোর শপথ আরও দৃঢ় হয়। আফগান নিরাপত্তা বাহিনী যেভাবে দ্রুত, উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, তার প্রশংসা করি আমরা। আমাদের সমর্থনে আফগান বাহিনী আফগানিস্তানের শত্রুদের বিরুদ্ধে নিরন্তর অভিযান চালিয়ে যাবে, যারা দুনিয়াজুড়ে সন্ত্রাস রপ্তানিও করতে চায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















