এক্সপ্লোর
Advertisement
বিয়ে ব্যর্থ হওয়ার জন্য স্ত্রীর প্রেমিককে দায়ী করে মামলা এক ব্যক্তির, পেলেন ৭,৫০,০০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ
বিয়ের ১২ বছর পর স্ত্রী বিবাহবিচ্ছেদ করায় কেভিন হাওয়ার্ড নামে এক ব্যক্তি কিছুটা দিশেহারা হয়ে পড়েছিলেন। পরে বুঝতে পারলেন এক সহকর্মীর সঙ্গে মিলে তাঁর স্ত্রী তাঁকে ধোঁকা দিয়েছেন। কিন্তু শেষপর্যন্ত শেষ হাসিটা হাসলেন কেভিনই।
নর্থ ক্যারোলিনা: বিয়ের ১২ বছর পর স্ত্রী বিবাহবিচ্ছেদ করায় কেভিন হাওয়ার্ড নামে এক ব্যক্তি কিছুটা দিশেহারা হয়ে পড়েছিলেন। পরে বুঝতে পারলেন এক সহকর্মীর সঙ্গে মিলে তাঁর স্ত্রী তাঁকে ধোঁকা দিয়েছেন। কিন্তু শেষপর্যন্ত শেষ হাসিটা হাসলেন কেভিনই। কারণ, নর্থ ক্যারোলিনার একটি আদালতের বিচারক সহমত প্রকাশ করে অন্য ব্যক্তিকে কেভিনের বিয়ের ব্যর্থতার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, আদালত কেভিনকে ৭৫০,০০০ মার্কিন ডলার ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলকে কেভিন বলেছেন, আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, সময় দিতে পারি না, এই কারণ দেখিয়ে আমার স্ত্রী বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন।
কিন্তু একজন বেসরকারি গোয়েন্দা জানতে পারলেন যে, কেভিনের স্ত্রীর সঙ্গে তাঁর অফিসের এক সহকর্মীর সম্পর্ক রয়েছে। স্ত্রীর ওই সহকর্মীর সঙ্গে আগে দেখাও হয়েছিল কেভিনের।
কেভিন বলেছেন, ওই ব্যক্তি আমার বাড়িতেও এসেছিলেন, আমরা একসঙ্গে নৈশভোজও করেছিলাম। আমরা গল্পগাছাও করেছিলাম। ব্যক্তিগত জীবন নিয়েও কথাবার্তা হয়েছিল।
ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের জেরে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটেছে, জানতে পেরে কেভিন আদালতের দ্বারস্থ হন। গ্রিনভাইলের বিচারকের কাছে মামলা দায়ের করেন। ১৮০০ শতকের অ্যালিয়েশন অফ অ্যাফেকশন’ আইনের আওতায় কেভিন এই মামলা দায়ের করেন। আমেরিকার আরও পাঁচটি অঙ্গরাজ্যে এই আইন এখনও বহাল আছে। নর্থ ক্যারোলিনার একটি ল ফার্ম জানিয়েছে, এই আইন অনুসারে বিবাহবিচ্ছেদের জন্য তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা যায়।
কেভিন বলেছেন, আমি এই মামলা দায়ের করেছিলাম, কারণ, আমি মনে করেছিলাম, লোকজন বিয়ের পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ তা লোকজনের অনুভব করাটা জরুরী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement