এক্সপ্লোর
Advertisement
চুম্বনের চেষ্টা, যুবকের জিভে ছোবল র্যাটেলস্নেকের
ওয়াশিংটন: অদ্ভূত খেয়াল! র্যাটেলস্নেককে চুম্বন করতে গিয়ে ছোবল খেলেন আমেরিকার এক ব্যক্তি। সাপটি তাঁর জিভে ছোবল মারে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।সাপের ছোবলে জখম রোন রেইনোল্ডকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রতিবেশীরা জানিয়েছেন, সাপটি রোন চুম্বন করার চেষ্টা করছিলেন। সেই সময়ই ছোবল মারে সাপটি।
রোনের পরিবার জানিয়েছে যে, তাঁর অবস্থা অনেক কিছুটা ভালো। এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে যেতে পারেন বলেও আশা পরিবারের।
রোনের প্রতিবেশী চার্লস গোফ গত সোমবার রাতে সাপটি দেখতে পান। তিনি একটি ট্যাঙ্কে ভরে সাপটিকে রেখে দেন।পরের দিন রোন ওই সাপ নিয়ে খেলা শুরু করেন। গোফ জানিয়েছেন, মঙ্গলবার সকালে তিনি ঘুম থেকে ওঠার আগেই কয়েকজন সাপটিকে নিয়ে খেলতে শুরু করে। একজন চুমু খাওযার চেষ্টা করলে জিভে ছোবল মারে সাপটি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সাপ নিয়ে খেলার চেষ্টায় রোনের সঙ্গে সামিল হয়েছিলেন আরও একজন।
গোফ বলেথেন, এটা একেবারেই পাগলের মতো কাজ। তিনি আরও বলেছেন, ছোবল খাওয়ার পর সাপটিকে ছেড়ে দেন রোন। কাজেই সাপটি এখনও আশেপাশেই রয়ে গিয়েছে।
উল্লেখ্য, এই প্রজাতির সাপ বিষধর। সময়ে চিকিত্সা না হলে প্রাণ সংশয় হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement