Ukraine Crisis: আরও চড়ল রাশিয়ার সঙ্গে উত্তেজনার পারদ, মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন
Russia-Ukraine Conflict: প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনে থাকা দেশের নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছাড়ার আর্জি জানিয়েছেন। মার্কিন নাগরিকদের সতর্ক করে বাইডেন জানিয়েছেন,পরিস্থিতি খুব শীঘ্রই বিগড়ে যেতে পারে
Ukraine-Russia Standoff: ইউক্রেন সংক্রান্ত সংকট আরও ঘণীভূত হয়েছে। রাশিয়া ও আমেরিকার টানাপোড়েন তুঙ্গে উঠেছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনে থাকা দেশের নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছাড়ার আর্জি জানিয়েছেন। মার্কিন নাগরিকদের সতর্ক করে বাইডেন জানিয়েছেন, পরিস্থিতি খুব শীঘ্রই বিগড়ে যেতে পারে এবং এর ফলে আরও অনেক কিছুই হতে পারে। প্রেসিডেন্ট বাইডেন আরও বলেছেন যে, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। পরিস্থিতিতে দ্রুত বদল হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের এখন ইউক্রেন ছেড়ে চলে আসা দরকার।
বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেন সংলগ্ন তাদের সীমান্তে প্রচুর সংখ্যায় সেনা মোতায়েন করেছে। তিনি বলেছেন, এমনটা নয় যে, আমরা কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে লড়াই করছি। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর মোকাবিলা করছি। এটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। এক্ষেত্রে সবকিছু দ্রুতই বদলে যেতে পারে। বাইডেন বলেছেন, ইউক্রেনে আমেরিকা সেনা পাঠাবে না, এমনকি রুশ হামলার ঘটনা ঘটলে মার্কিন নাগরিকদের উদ্ধারের জন্যও নয়। আমেরিকা ও রাশিয়া যখন একে অপরের মুখোমুখি হবে, তখন বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। একইসঙ্গে বাইডেন আশা প্রকাশ করে আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কিছু করবেন না যাতে মার্কিন নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
উল্লেখ্য, ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা ঠাণ্ডা-যুদ্ধ পরবর্তী পর্বে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেন সীমান্তের পাশে বিভিন্ন কমব্যাট ব্রিগেডে প্রায় ১.৩০ লক্ষ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতেই মার্কিন-রুশ সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। উত্তেজনা প্রশমনে পশ্চিমী নেতারা কূটনৈতিক দৌত্য জোরদার করেছেন। কিন্তু বাইডেনের মন্তব্য-সেইসঙ্গে বিদেশ দফতরও বৃহস্পতিবার মার্কিন নাগরিকদের ইউক্রেন ছেড়ে আসার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ফলে উত্তেজনা যে নতুন পর্যায়ে পৌঁছোনোর ইঙ্গিত মিলেছে।
আমেরিকা এর আগেই হুঁশিয়ারি দিয়েছে যে, ইউক্রেনে আক্রমণ চালালে রাশিয়ার গ্যাস পাইপ লাইন প্রকল্প নর্ড স্ট্রিম ২ শুরু হতে দেওয়া হবে না। আমেরিকা বারেবারেই অভিযোগ করেছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে। যদিও রাশিয়া জোর দিয়ে বলেছে, তাদের হামলা চালানোর কোনও পরিকল্পনাই নেই। মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটোর সম্প্রসারণে ক্ষুব্ধ রাশিয়া এবং তারা ইউক্রেনের ন্যাটো সদস্যপদ লাভের বিরোধিতা করেছে। রাশিয়া আমেরিকার কাছ থেকে নিশ্চিত বার্তা দাবি করেছে যে, ইউক্রেনকে ন্যাটো-তে সামিল করা হবে না। যদিও এ কথা মানতে অস্বীকার করেছে আমেরিকা।