এক্সপ্লোর
Advertisement
ইডি-র আর্থিক তছরুপ মামলায় লন্ডনে ফের গ্রেফতার বিজয় মাল্য, পেলেন জামিন
লন্ডন: ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলার আর্থিক তছরুপ মামলার প্রেক্ষিতে ফের লন্ডনে গ্রেফতার হলেন বিজয় মাল্য। এমনটাই জানাল ইংল্যান্ডের ক্রাউন প্রোসেকিউশন সার্ভিস (সিপিএস)। পরে আদালত থেকে জামিন পান লিকার ব্যারন।
চলতি বছরের গোড়ায় ৬১-বছরের শিল্পপতিকে ভারতে প্রত্যর্পণ করার নির্দেশ জারি করেছিলে ইংল্যান্ডের মেট্রোপলিটান পুলিশ। কিন্তু, আদালত থেকে তার ওপর স্থগিতাদেশ আদায় করে নেন মাল্য। এবারও গ্রেফতারির পর আদালতের দ্বারস্থ হন মাল্য। জানা গিয়েছে, গ্রেফতারির বিরুদ্ধে আবেদন করতে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন মাল্য। সেখানে জামিন পেয়ে যান তিনি। মাল্যর বিরুদ্ধে যে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল ইডি, তার চার্জশিট ইতিমধ্যেই মুম্বইয়ের একটি আদালতে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। এদিন লন্ডনের আদালতে ইডি-র হয়ে সওয়াল করে সিপিএস।অন্যদিকে, মাল্যর বিরুদ্ধে আরেকটি গ্রেফতারি ও প্রত্যর্পণের মামলা দায়ের করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। সেই শুনানি আগামী ৪ ডিসেম্বর শুরু হওয়ার কথা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement