PM Modi in Glasgow: ‘মোদি হ্যায় ভারত কা গেহনা’, গ্লাসগোর হোটেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে গান প্রবাসী ভারতীয়দের, ভিডিও ভাইরাল
Indians sing 'Modi hai Bharat ka gehna' to welcome PM in Glasgow:ইতালিতে জি ২০ শীর্ষ সম্মেলন থেকে গ্লাসগোর হোটেলে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর অপেক্ষায় ছিলেন প্রবাসী ভারতীয়রা।
গ্লাসগো: স্থানীয় সময় রবিবার গ্লাসগোর হোটেলে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীকে দেখেই উচ্ছ্বাসে ভাসলেন প্রবাসী ভারতীয়রা। মোদি হ্যায় ভারত কা গেহনা গান গেয়ে প্রবল উদ্দীপনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন তাঁরা। শোনা গেল ভারত মাতা কি জয় স্লোগানও। সিওপি২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য দুদিনের সফলে ব্রিটেনে (United Kingdom) এসেছেন মোদি (PM Modi)।
#WATCH | Glasgow, UK | Indian community sings 'Modi Hai Bharat Ka Gehna' during interaction with Prime Minister Narendra Modi after his arrival at the hotel. pic.twitter.com/Hq2y7bSWEd
— ANI (@ANI) October 31, 2021
ইতালিতে জি ২০ শীর্ষ সম্মেলন থেকে গ্লাসগোর হোটেলে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর অপেক্ষায় ছিলেন প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী পৌঁছতেই স্কটিশ ব্যাগপাইপ বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। সেই সঙ্গে প্রবাসী ভারতীয় প্রতিনিধির মুখে শোনা গেল ভারত মাতা কি জয় স্লোগানও।
প্রবাসীদের উচ্ছ্বাসে সাড়া দিলেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী। এক শিশুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বললেন তিনি।
রাষ্ট্রপুঞ্জের ২৬ তম জলবায়ু পরিবর্তন সম্মেলন অফ দ্য পার্টিজ (সিওপি২৬) –এর আয়োজন ইতালির সঙ্গে হাত মিলিয়ে করছে ব্রিটেন। ৩১ অক্টোবর থেকে সম্মেলন শুরু হয়েছে। শেষ হবে ১২ নভেম্বর। সিওপি২৬-এর সর্বোচ্চ পর্যায়ের বিশ্ব নেত্বত্বের শীর্ষ সম্মেলন (ডব্লুএলএস) অনুষ্ঠিত হবে ১-২ নভেম্বর। ১২০টিরও বেশি দেশ এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।
সোমবার সম্প্রদায়গত নেতা ও স্কটল্যান্ডের ভারততত্ত্ববিদদের সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম পর্বের ইউরোপ সফর শুরু হবে। এরপর তিনি ২৬ তম সিওপি২৬-এ ডব্লুএসএস-এর বর্ধিত অধিবেশনে ভাষণ দেবেন।
এদিন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর মোদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন।