এক্সপ্লোর
Advertisement
দেশের খাবার, যোগ, থাকছেন প্রচুর ভারতীয়, সুইৎজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এবারের বৈশিষ্ট
নয়াদিল্লি: সুইৎজারল্যান্ডের দাভোসে শুরু হতে চলেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। সম্মেলনে যোগ দিতে ভারত থেকে উড়েও গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৮ তম ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের যোগ দিতে দুনিয়া থেকে প্রায় তিন হাজার আন্তর্জাতিক মানের নেতা, শিল্পপতি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের বহু প্রতিনিধি উপস্থিত থাকবেন।
এই মঞ্চের বৈশিষ্ট, এখানে থাকছে বিভিন্ন রকমের ভারতীয় খাবার। এছাড়া লাইভ যোগা সেশন হবে। আগামী পাঁচদিন ধরে চলবে এই বার্ষিক বৈঠকটি। আল্পসে ঘেরা সুইৎজারল্যান্ডের স্কি শহর দাভোসে এখন এই ফোরামকে কেন্দ্র করে সাজ সাজ রব। তবে সমস্ত দেশের নাগরিকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ভারতীয়রাই থাকবেন। প্রায় ১৩০ জন ভারতীয় এই অনুষ্ঠানে যোগ দেবেন।
ইকনমিক ফোরামের চেয়ারম্যান ক্লাউস স্কোয়াব জানিয়েছেন, সোমবার সন্ধেবেলা এই সম্মেলন উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে সম্মানিত করা হবে শাহরুখ খান, অস্ট্রেলিয়ান অভিনেতা কেট ব্ল্যানচেট এবং কিংবদন্তী সঙ্গীতশিল্পী এল্টন জনকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement