এক্সপ্লোর
করোনা আক্রান্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তবে নিরাপদ মার্কিন প্রেসিডেন্ট, জানাল হোয়াইট হাউস
এর আগে ট্রাম্প প্রশাসনের আরও একাধিক সদস্যের করোনা সনাক্ত হয়েছে।

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান করোনা আক্রান্ত। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। তিনি বর্তমানে সেলফ আইসোলেশনে থেকেই কাজ করছেন। তবে রবার্টের থেকে ট্রাম্পের সংক্রমণের আশঙ্কা নেই বলে জানাল হোয়াইট হাউস। এর আগে ট্রাম্প প্রশাসনের আরও একাধিক সদস্যের করোনা সনাক্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত আক্রান্তদের মধ্যে রবার্ট ও’ব্রায়ানই সবচেয়ে উচ্চপদস্থ কর্তা। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে আমেরিকায়। সেখানে এ পর্যন্ত ৪৩ লক্ষ ৯১ হাজার ৩১৯ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ৪৯ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















