এক্সপ্লোর
Advertisement
বিমানে ৩০৫ যাত্রী, ইসলামাবাদ-লন্ডন ফ্লাইটের ভার ট্রেনিকে ছেড়ে সুখনিদ্রায় সিনিয়র পাইলট!
নয়াদিল্লি: ৩০৫ জন যাত্রীকে নিয়ে ইসলামাবাদ-লন্ডন ফ্লাইট রওনা দিতেই শিক্ষানবীশ পাইলটের হাতে বিমানের ভার ছেড়ে বিজনেস ক্লাসের কেবিনের সিটে গা এলিয়ে ঘুমিয়ে পড়েন সিনিয়র পাইলট আমির আখতার হাসমি। প্রায় আড়াই ঘন্টা তাঁর সুখনিদ্রার ছবি বিমানেরই এক যাত্রী মোবাইলে ক্যামেরাবন্দি করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। হাসমিকে ডিউটি থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। তদন্ত চলছে।
বিমানের সিনিয়র ক্রু-য়ের কাছে পাইলটের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই যাত্রী।
তবে পাক সংবাদপত্র দি ডন একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানচালকদের সংগঠন পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন নাকি বেশ প্রভাবশালী এবং হাসমি তার প্রাক্তন প্রেসিডেন্ট, সেজন্য প্রথমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছিল পিআইএ। অবশ্য শেষ পর্যন্ত ওপরমহল থেকে চাপ আসায় তারা পদক্ষেপ করতে বাধ্য হয়।
ঘটনাটি গত ২৬ এপ্রিলের। সেদিন হাসমি লন্ডনগামী বিমানের চার্জে ছিলেন। সেদিন তাঁর বাকি দুই পাইলটকে ট্রেনিং দেওয়ার কথা ছিল। এজন্য মাসে লক্ষাধিক টাকা বেতন পান তিনি। কিন্তু দায়িত্ব পালন না করে তিনি ঘুমোতে চলে যান, যাত্রীদের চরম বিপদে ঠেলে দিয়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement