এক্সপ্লোর
গর্ভাশয় দুটি, সন্তান জন্মের ১ মাসের মধ্যেই ফের যমজ প্রসব করলেন মহিলা
![গর্ভাশয় দুটি, সন্তান জন্মের ১ মাসের মধ্যেই ফের যমজ প্রসব করলেন মহিলা Woman with two wombs gives birth to twins nearly a month after delivering a boy গর্ভাশয় দুটি, সন্তান জন্মের ১ মাসের মধ্যেই ফের যমজ প্রসব করলেন মহিলা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/17163917/pregnant-lady.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঢাকা: বাংলাদেশে এক অবাক কাণ্ড ঘটেছে। পুত্রের জন্ম দেওয়ার ২৬ দিনের মাথায় আবার একজোড়া সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর গর্ভাশয় একটি নয়, দুটি, সারা বিশ্বে এমন উদাহরণ কার্যত নেই।
মহিলার নাম আরিফা সুলতানা ইতি। বাড়ি যশোরের শার্ষার শ্যামলাগাছি গ্রামে। প্রসব যন্ত্রণা ওঠায় ২২ তারিখ যশোরের আদ-দিন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যা ও একটি পুত্রের জন্ম দেন। অথচ ২৫ ফেব্রুয়ারি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্দিষ্ট সময়ের আগেই আর একটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
হাসপাতালের স্ত্রী রোগ সংক্রান্ত বিভাগের প্রধান শীলা পোদ্দার আলট্রাসোনোগ্রাফির পর জানিয়েছেন, ইতির দুটি গর্ভাশয় রয়েছে। প্রথম সন্তানটি জন্মায় একটি গর্ভাশয় থেকে, বাকি দুজন অন্যটি থেকে।
তিনটি শিশুই সুস্থ রয়েছে, ভাল আছেন মাও। এমন ঘটনা এর আগে কখনও দেখেননি বলে ওই চিকিৎসক জানিয়েছেন। এমনকী গোটা বিশ্বেও এ ধরনের নজিরের কথা তাঁর জানা নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)