এক্সপ্লোর
Advertisement
World Corona Update: সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪.১৬ লক্ষ, মৃত দশ হাজারের বেশি
সারা বিশ্বে করোনাভাইরাসের দাপট অব্যাহত। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১৬ হাজার ৮৮৮ নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। সবমিলিয়ে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ কোটি ৬৩ লক্ষ ২২ হাজার ৩৯৮। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০,৮৬২।
নয়াদিল্লি: সারা বিশ্বে করোনাভাইরাসের দাপট অব্যাহত। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১৬ হাজার ৮৮৮ নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। সবমিলিয়ে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ কোটি ৬৩ লক্ষ ২২ হাজার ৩৯৮। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০,৮৬২।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যাণ অনুযায়ী, এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭ কোটি ৮১ লক্ষ ৫ হাজার ৪২৪ জন। সেইসঙ্গে ১ লক্ষ ৪ হাজার ৪৪১ জন আক্রান্তের অবস্থা গুরুতর। বিভিন্ন হাসপাতালে এই আক্রান্তদের চিকিৎসা চলছে।
ভারতে করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী
ভারতের অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। স্বাস্থ্যমন্ত্রকের গত ৬ ফেব্রুয়ারির পরিসংখ্যাণ অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি দেশে ১১,৭১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সেইসঙ্গে ৯৫ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। এছাড়াও সুস্থ হয়েছেন ১৪,৪৮৮ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১ কোটি ৮ লক্ষ ১৫ হাজার ২২২।
আমেরিকায় অব্যাহত করোনার দাপট
গত ২৪ ঘণ্টায় আমেরিয়ার নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৫৬৪। সবমিলিয়ে আমেরিকায় করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৭৫ লক্ষ ১৫ হাজার ৩২৬। গত ২৪ ঘণ্টায় ২৬৩০ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। আমেরিকায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৪২৮।
ব্রিটেনে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ২৩ হাজারের বেশি
ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে ১৮ হাজার ২৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৮২৮ জন। সবমিলিয়ে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৯২ জন।
ব্রাজিল ও রাশিয়ার দৈনিক পরিসংখ্যাণ
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭০৭ জন। মৃতের সংখ্যা ৯৪২। ব্রাজিলে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৯ লক্ষ ৩ হাজার ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত ১৬,৬২৭ জন। মৃতের সংখ্যা ৪৯৭। রাশিয়ার অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৩৮ হাজার ৬৭৮।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement