Russia-Ukraine War: রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস-এর
তিন সপ্তাহের এই যুদ্ধ হাজার হাজার লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং লাখ লাখ ইউক্রেনীয়কে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।
![Russia-Ukraine War: রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস-এর World Court orders Russia to cease military operations in Ukraine Russia-Ukraine War: রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস-এর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/d15c72f714c2dc8aa6e3e206bfe5a2a3_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কিভ : বুধবার রাশিয়াকে ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক তৎপরতা বন্ধ করতে নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) । "রাশিয়ান ফেডারেশন অবিলম্বে ইউক্রেনে আক্রমন স্থগিত করুক " নির্দেশ দেন বিচারকরা । তাঁরা আরও বলেন, রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার নিয়ন্ত্রণাধীন বা মস্কো দ্বারা সমর্থিত অন্যান্য বাহিনী যেন সামরিক অভিযান চালিয়ে না যায়। তিন সপ্তাহের এই যুদ্ধ হাজার হাজার লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং লাখ লাখ ইউক্রেনীয়কে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।
রাশিয়া (Russia) -ইউক্রেন (Ukrain) যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আন্তর্জাতিক আদালত। রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ। সপ্তাহ দুয়েক আগে ইউক্রেন রাশিয়ার হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানায়। ইউক্রেনের অভিযোগ, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে মস্কো। উল্টে ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ এনে সেটিকে অজুহাত বানিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।
ভ্লাদিমির পুতিন বুধবার বলেন যে রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে এবং বিশ্বব্যাপী আধিপত্য অর্জন। পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে নিরপেক্ষ অবস্থান নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
যুদ্ধের ২২ তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সাইরেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এখনও পর্যন্ত রুশ হামলায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
তিন সপ্তাহের মাথায় যুদ্ধ শেষ করতে একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা তৈরি করেছে ইউক্রেন-রাশিয়া। ইউক্রেন ইন্ডিপেডেন্ট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম এই দাবি করেছে। সূত্রের দাবি, এই সম্ভাব্য চুক্তিতে বলা থাকবে, ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করে এবং তার সশস্ত্র বাহিনীর সীমাবদ্ধতা স্বীকার করে নেয়, তাহলে রাশিয়া যুদ্ধ বন্ধ করার কথা ভাববে ও সেনা সরাতে পারে।
এর মধ্যেই ফের ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, জেলেনস্কি জানিয়েছেন, এটা স্পষ্ট যে, ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে পারছে না।
বুধবারই ভোলোদিমির জেলেনস্কি ভিডিও-কনফারেন্সে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন । সেখানে তিনি আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চান বলে জানা গিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি করেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)