এক্সপ্লোর
শাওমি নিয়ে এল রেডমি ৯, জেনে নিন বৈশিষ্ট্য
৪জিবি + ৬৪জিবির দাম চিনে ৭৯৯ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৫০০ টাকা।

নয়াদিল্লি: চিনা স্মার্টফোন শাওমি বাজারে আনল তাদের বাজেট ফোন রেডমি ৯। ইউরোপে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, এবার তা এল চিনের বাজারে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের কিছু বৈশিষ্ট্য। রেডমি-র এই ফোনে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি+এলসিডি ডিসপ্লে রয়েছে। এ কাজ করে অ্যান্ড্রয়েড১০ অপারেটিং সিস্টেমে। সঙ্গে রয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮০ প্রসেসর। রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। ১৩এমপি + ৮এমপি + ৫এমপি + ২এমপির ৪টি সেন্সর রয়েছে। এছাড়া এতে রয়েছে ৫০২০এমএএইচের ব্যাটারি। রয়েছে ৪জি, ভোল্টে, সিঙ্গল ব্যান্ড (২.৪ জিএইচজেড) ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, ওয়ারলেস এফএম রেডিওর মত ফিচার। এটি পাওয়া যাবে কার্বন ব্ল্যাক, নিওন ব্লু, লোটাস রুট পাউডার কালারে। আসা যাক দামের কথায়। ৪জিবি + ৬৪জিবির দাম চিনে ৭৯৯ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৫০০ টাকা। ৪জিবি+১২৮জিবির দাম ৯৯৯ ইউয়ান অর্থাৎ ১১,০০০ টাকার কাছাকাছি। এছাড়া ৬জিবির দাম ১,১৯৯ ইউয়ান বা ১৩০০০ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















