'GoodBye' Trailer Out: রশ্মিকা মান্দান্না-অমিতাভ বচ্চনের 'গুডবাই' ছবির ট্রেলার প্রকাশ্যে
'GoodBye': 'গুড বাই' ছবির আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলবে এই ছবি। ভাল্লা পরিবার বলবে সেই গল্প।
নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুক্তি পেল রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'গুড বাই' ছবির ট্রেলার ('GoodBye' Trailer Out)। মঙ্গলবার ছবি নির্মাতারা প্রকাশ্যে আনলেন ফ্যামিলি ড্রামার ট্রেলার।
'গুড বাই' ট্রেলার প্রকাশ্যে
এদিন ইনস্টাগ্রামে নতুন ছবির ট্রেলার পোস্ট করে রশ্মিকা মান্দান্না লেখেন, 'আমাদের "গুড বাই" সন্তানের একাংশ এখন আপনাদেরও... এই ছবিটা অজস্র কারণের জন্য বিশেষ আমার কাছে, কিন্তু এখনের জন্য আমি আশা করি আপনি এবং আপনার পরিবার এটি খুব পছন্দ করবেন।'
বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা, রশ্মিকা মান্দান্নাকে।
View this post on Instagram
ছবির গল্প এক ঝলকে...
'গুড বাই' ছবির আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলবে এই ছবি। ভাল্লা পরিবার বলবে সেই গল্প। এই ছবি সেই সমস্ত ভারতীয় পরিবারের গল্প বলবে যারা দুর্যোগের মুহূর্তে একত্রিত হয়ে ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে, পরিবারের কাছের কেউ ছেড়ে গেলেও বাকিরা বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি নেয়।
একতা কপূরের প্রযোজনায় এই ছবি প্রেক্ষাগৃহে হাজির হবে ৭ অক্টোবরে। উল্লেখ্য, এই ছবি ছাড়াও রশ্মিকাকে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতে দেখা যাবে। এছাড়া সন্দীপ রেড্ডির পরিচালনায় রণবীর কপূরের সঙ্গে 'অ্যানিমল' ছবিতেও দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: Shatrughan Sinha: 'ষড়যন্ত্রের শিকার', কেআরকে-র পাশে দাঁড়িয়ে মন্তব্য শত্রুঘ্ন সিন্হার
অন্যদিকে 'গুড বাই' ছবি ছাড়া অমিতাভ বচ্চনকে দেখা যাবে সূরজ বরজাতিয়ার 'উঁচাই' ছবিতে। সেখানে বিগ-বির সঙ্গে রয়েছেন অনুপম খের, পরিণীতি চোপড়া, বোমন ইরানিও। ছবি মুক্তি ১১ নভেম্বর।