Viral Video : ভয়ঙ্কর হার্ট অ্যাটাক! কথা বলতে বলতেই কয়েক সেকেন্ডে মৃত্যু তরুণ আইনজীবীর, ভিডিও ভাইরাল
অভিষেকের মৃত্যুর পর শোকস্তব্ধ তাঁর পরিবার। পরিবারের সদস্যরা জানান, তার কোনও মেডিক্যাল হিস্ট্রি নেই।

করোনা পরবর্তী যুগে ভারতে ক্রমেই বেড়ে চলেছে কম বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা, যার ফলাফল হচ্ছে মারাত্মকও। গবেষণায় দেখা গিয়েছে, ৪০ বছরের কম বয়সীদের মধ্যে বাড়ছে হৃদরোগের ঘটনা। চিকিৎসকরা মনে করছেন, ক্রমবর্ধমান মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনধারা এবং জিনগত প্রবণতার জন্য বেড়েই চলেছে এসব ঘটনা। এরই মধ্যে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি ভিডিও। যেখানে দেখা গেল এক্কেবারে তরতাজা এক তরুণ , সহকর্মীদের সঙ্গে কথা বলতেই বলতেই শেষ হয়ে গেলেন ২-৪ সেকেন্ডের মধ্যে। জানা গিয়েছে হার্ট অ্যাটাকের ফলেই হঠাৎ মারা গিয়েছেন ওই যুবক। ভাইরাল ভিডিওর যুবক পেশায় আইনজীবী। জানা গিয়েছে, তাঁর বয়স ২৫ এর আশেপাশেই। নাম অভিষেক কেওয়াল ওরফে পবন সিং।
এদিন সরোজিনী নগর তহসিল অফিসের সামনই কয়েকজনের সঙ্গে কথা বছিলেন তিনি। ভিডিওতে তাঁকে এক্কেবারে স্বাভাবিক ভবে কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎই বুক চেপে ধরেন তিনি। তারপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রয়াত আইনজীবী অভিষেক সিং তার সহকর্মী আইনজীবীদের সঙ্গেই হাঁটছিলেন। হঠাৎই তিনি একটি গেটের দিকে এগিয়ে যান এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। কেউ কিছু বোঝার আগেই তার মৃত্যু হয়। এই পুরো ঘটনাটি কাছেই লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অভিষেক সিং কানপুর রোডে হনুমান মন্দিরের কাছে থাকতেন । লখনউ তহসিলে আইন পেশায় নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো, সোমবারও অভিষেক তহসিলে পৌঁছান, এরপর তিনি তার সহকর্মী আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলেন। তখন, হঠাৎ তার হৃদরোগ হয় এবং তিনি সেখানেই পড়ে যান। সহকর্মী আইনজীবীরা কোনওভাবে তাকে মাটি থেকে তুলে নিয়ে ঝটপট হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সিসিটিভি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায়। এমন ভাবে এক তরণ আইনজীবীকে মারা যেতে দেখে স্তম্ভিত নেটিজেনরা। এদিন অভিষেক তাঁর সহকর্মী, বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। তাঁকে একেবারে স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে ভেতরে কোনও কষ্ট অনুভূত হচ্ছিল কি না, তা জানা যায়নি। কথা বলতে বলতেই ই কেউ কিছু বোঝার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর তাঁর সহকর্মী আইনজীবীরা তাঁকে তুলে নিয়ে হাসপাতাল গেলে জানা যায়, সব শেষ। অভিষেকের মৃত্যুর পর শোকস্তব্ধ তাঁর পরিবার। পরিবারের সদস্যরা জানান, তার কোনও মেডিক্যাল হিস্ট্রি নেই।
View this post on Instagram






















