এক্সপ্লোর
Advertisement
জেলে মারা গেল ১৯৯৩ এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণে দোষী ইউসুফ মেমন
মুম্বইয়ের এককালের মাফিয়া ডন পাকিস্তানে আশ্রয় পাওয়া দাউদ ইব্রাহিমের পাশাপাশি মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড বা চক্রী হিসাবে অভিযুক্ত ছিল টাইগার। আর মুম্বইয়ের আল হুসেইনি বিল্ডিংয়ে নিজের ফ্ল্যাট আর গ্যারেজটি সন্ত্রাসবাদী কাজকর্মে ব্যবহার করতে দেওয়ার অভিযোগ ছিল ইউসুফের বিরুদ্ধে।
মুম্বই: মারা গেল ইউসুফ মেমন। শুক্রবার ১৯৯৩ সালের মুম্বই সিরিয়াল বিস্ফোরণ মামলায় দোষী ঘোষিত ইউসুফের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের নাসিক জেলার নাসিক রোড কারাগারে। জেলের জনৈক অফিসার জানিয়েছেন একথা। মৃত্যুর কারণ নির্দিষ্ট ভাবে জানা যায়নি, ইউসুফের দেহ ধুলেতে অটোপসির জন্য পাঠানো হবে বলে ওই জেলকর্তা জানিয়েছেন। ইউসুফের মৃত্যু সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন নাসিকের পুলিশ কমিশনার বিশ্বাস নানগরে-পাতিল।
ইউসুফের প্রসঙ্গেই নাম চলে আসে তার ভাই টাইগার মেমনের। টাইগার আজও পলাতক। মুম্বইয়ের এককালের মাফিয়া ডন পাকিস্তানে আশ্রয় পাওয়া দাউদ ইব্রাহিমের পাশাপাশি মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড বা চক্রী হিসাবে অভিযুক্ত ছিল টাইগার। আর মুম্বইয়ের আল হুসেইনি বিল্ডিংয়ে নিজের ফ্ল্যাট আর গ্যারেজটি সন্ত্রাসবাদী কাজকর্মে ব্যবহার করতে দেওয়ার অভিযোগ ছিল ইউসুফের বিরুদ্ধে।
বিশেষ টাডা আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
তাদের আরেক ভাই ইয়াকুব মেমন এই মামলায় ধরা পড়ে দোষী সাব্যস্ত হয়, মৃত্যুদণ্ড হয় তার। ২০১৫-য় সেই সাজা কার্যকর করা হয়।
১৯৯৩ এর ১২ মার্চ দেশের অর্থনৈতিক মহানগরী মুম্বই পরপর ১২টি বিস্ফোরণে কেঁপে উঠেছিল। অন্তত ২৫০ জন নিহত হন, কয়েকশো লোক জখম হন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement