Vada Pav Girl Earn: বড়া পাও বেচে দিনে ৪০ হাজার টাকা আয়! ইনি কে জানেন?
Bigg Boss OTT Season 3: একটি ভাইরাল হওয়া ফুটেজে তাঁকে এই কথা বলতে শোনা গিয়েছে। চন্দ্রিকার আয়ের অঙ্ক শুনে স্তম্ভিত অনেকেই
কলকাতা: শুরু হয়েছে বিগ বস সিজন থ্রি (Big Boss OTT 3)। শুরুতেই চমক। এবারের বিগ বসের ঘরে এসেছেন চন্দ্রিকা দীক্ষিত (chandrika dixit)। আর এসেই সবার নজর কেড়েছেন তিনি। চন্দ্রিকা আগে থেকেই ইন্টারনেট সেনসেশন। তাঁকে গোটা দেশে চেলে বড়া পাও গার্ল (vada pav girl) হিসেবে। কারণ, মুম্বইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাও তিনি বেচেন দিল্লিতে। আর যেমন-তেমন বিক্রেতা নন- তিনি সেলিব্রিটি। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স ৪ লক্ষ ছুঁইছুঁই। তাঁকেই এবার আনা হয়েছে বিগ বসের ওটিটি সিজন থ্রি-তে।
একটি ভিডিও ভাইরাল (vada pav girl viral video) রয়েছে ইনস্টাগ্রামে। একটি ফ্যান পেজের তরফ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি বাকি হাউসমেটের সঙ্গে কথা বলছেন। দিল্লির নানা ঘটনার কথা বলছিলেন তিনি। সেখানেই তিনি খোলসা করেন তাঁর আয়ের ব্যাপারে। তাঁকে বলতে শোনা যায়, বড়া পাও বেচে তিনি প্রতিদিন আয় করেন ৪০ হাজার টাকা। যা শুনে রীতিমতো স্তম্ভিত হতে দেখা যায় বাকিদের। তারপরেই সেটা ভাইরাল ইন্টারনেটে।
একটি এমন ক্লিপ রয়েছে যেখানে দেখা যায় বিগ বসের অন্যতম প্রতিযোগী অভিনেত্রী সানা মকবুল বলছেন, 'ও তো ওর ব্য়বসা চালায়...' তখনই চন্দ্রিকাকে বলতে শোনা যায় 'হ্যাঁ, দিনে চল্লিশ হাজার টাকার কামাই হয়...', তা শুনে কার্যত হকচকিয়ে যান আরেকজন প্রতিযোগী শিবানী কুমারী-- তিনি ফের জিজ্ঞেস করেন সত্যিই দিনে চল্লিশ হাজার টাকা রোজগার হয়? তারই উত্তরে চন্দ্রিকাকে বলতে শোনা যায়, 'আমি আমার নিজের জোরে রোজগার করছি। খেটে রোজগার করছি। তুমিও কর। ফোন নিয়ে পড়ে থেকো না। নেটফ্লিক্স দেখো না, বাইরে যাও, নিজের দমে করো।'
View this post on Instagram
এর আগে আলোচিত হয়েছে চন্দ্রিকা দীক্ষিতের নাম। ভাইরাল ভিডিও নিয়ে আলোচনায় উঠে এসেছিল তাঁর নাম। বহু লোক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিল, মনোযোগ আকর্ষণের জন্য এমন করে থাকেন তিনি। তার জবাব দিতে গিয়ে IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, গত ২ বছর ধরে তিনি রাস্তায় বড়া পাও বেচেন, যেটা তাঁর ঠিক মনে হয়েছে সেটাই তিনি করেছেন। যখন তাঁর টাকার দরকার হয়েছিল, তখনই এমন নাটক করতে পারতেন তিনি যদি দরকার হতো। বিগ বসে সুযোগ পাওয়া নিয়েও সেবার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। এই সুযোগ অনেক বড়, সুযোগ ঠিকমতো তিনি কাজে লাগাবেন বলেই জানিয়েছিলেন। তাঁর সন্তান ও পরিবারের জন্য়ই কঠোর পরিশ্রম করেন বলে জানিয়েছিলেন।
আরও পড়ুন:সাবধান! ক্লিক করলেই ফাঁকা হবে পকেট! Spam চিনবেন কীভাবে? এড়ানোর পথ কী?