Viral News: হোটেলের ঘরে মৃত্যু বৃদ্ধের, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের জন্য প্রেমিকাকে জরিমানা আদালতের
China News: চিনের গুয়াংশি ঝুয়াং থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: হোটেলের ঘরে প্রেমিকার সঙ্গে সময় কাটাতে গিয়ে মৃত্যু বিবাহিত পুরুষের। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিকাকে মোটা টাকা জরিমানা করল আদালত। দায়িত্বজ্ঞানহীনতার পাশাপাশি, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের জন্য জরিমানা দিতে বলা হল তাঁকে। বিষয়টি সামেন আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আদালতের রায়ের সমালোচনা করেও মুখ খুলেছেন কেউ কেউ। (China News)
চিনের গুয়াংশি ঝুয়াং থেকে এই ঘটনা সামনে এসেছে। মৃত ব্যক্তির নাম গোপন রাখা হলেও, তাঁকে Zhou বলে উল্লেখ করেছে The South China Morning Post. তারা জানিয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই মারা যান Zhou. হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়, যেখানে প্রেমিকার সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন তিনি। (Viral News)
৬৬ বছর বয়সি Zhou-এর স্ত্রী-সন্তান নিয়ে আলাদা সংসার ছিল। পাশাপাশি, বিবাহিত সম্পর্কেও লিপ্ত ছিলেন তিনি। বয়সের সঙ্গে হাইপারটেনশনের সমস্যা ছিল, আগে একবার স্ট্রোকও হয়েছিল। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে হোটেলে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান Zhou. সেখানে শারীরিক সম্পর্ক ঘটে তাঁদের মধ্যে। এর পরই মারা যান তিনি।
Zhou-এর মৃত্যুতে সরাসরি তাঁর প্রেমিকার বিরুদ্ধেই মামলা করেন স্ত্রী ও সন্তানরা। মামলা করা হয়ে ওই হোটেলের বিরুদ্ধেও। তদন্তে নেমে জানা যায়, শারীরিক মিলনের পর ওই মহিলা Zhou-কে ঘুম থেকে তোলার চেষ্টা করেন। কিন্তু ঘুম ভাঙেনি Zhou-এর। এমনকি Zhou শ্বাস নিচ্ছেন না বলেও বুঝতে পারেন ওই মহিলা।
তদন্তকারীদের দাবি, Zhou উঠছেন না দেখে আগে নিজের বাড়ি যান ওই মহিলা। তিনি নিজে উচ্চ রক্তচাপের রোগী। ওষুধ খেতে আগে বাড়িতে ছোটেন তিনি। সেখান থেকে প্রায় এক ঘণ্টা পর ফিরে আসেন হোটেলে। হোটেলের কর্মীদের দিয়ে যখন ঘর খোলান, তখনও নিথর অবস্থায় পড়ে রয়েছেন Zhou. পুলিশ ও চিকিৎসক হয় তৎক্ষণাৎ। কিন্তু চিকিৎসক এসে Zhou-কে মৃত ঘোষণা করে।
Zhou-এর স্ত্রী ও ছেলে ওই মহিলার কাছ থেকে মোটা টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৬ লক্ষ টাকা। পাশাপাশি, বৃদ্ধের শেষকৃত্যের খরচও দাবি করা হয়। রায় শোনাতে গিয়ে আদালত জানায়, যদিও আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন Zhou, কিন্তু তার মৃত্যুর জন্য ওই মহিলাও আংশিক ভাবে দায়ী। তিনি অনেক দেরিতে সাহায্য চাইতে যান। পাশাপাশি, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কেও জড়ান তিনি। শেষ পর্যন্ত ওই মহিলাকে জরিমান করে আদালত, ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ টাকা। ঘরের মধ্যে দুই প্রাপ্তবয়স্ক ছিলেন যেহেতু, তাই হোটেলেক জরিমানা করা হয়নি।






















