China News: ঘুম থেকে উঠে চোখে অন্ধকার, রাতারাতি দৃষ্টিশক্তি হারালেন যুবক, লাইফস্টাইলই দায়ী, বলছেন চিকিৎসকরা
Viral News: সম্প্রতি চিনের উহান থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: সারাদিন খাটা-খাটনির পর নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিলেন রাতে। কিন্তু সকাল হতেই জীবনে অন্ধকার নেমে এল ২৫ বছরের যুবকের। রাতারাতি এক চোখের দৃষ্টিশক্তি চলে গেল তাঁর। আর তার পরের দু’দিন দ্বিতীয় চোখেও দেখা বন্ধ হল। চিকিৎসকের কাছে ছুটে যেতে জানা গেল, রাতারাতি চোখে ছানি পড়ে গিয়েছে তাঁর। গোটা ঘটনার জন্য যুবকের জীবনযাপনকেই দায়ী করছেন চিকিৎসকরা, বিশেষ করে মিষ্টি পানীয়র প্রতি আসক্তিকে দায়ী করা হচ্ছে। (China News)
সম্প্রতি চিনের উহান থেকে এই ঘটনা সামনে এসেছে। সাধারণত বয়স ৫০ পেরোলে চোখে ছানি পড়ে। কিন্তু ২৫ বছর বয়সেই চোখে ছানি পড়েছে Xiao Wu নামের এক যুবকের। তাও আবার রাতারাতি ঘটে গিয়েছে এই ঘটনা। এমন বিরল ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রোগী নিজে পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না এমন হতে পারে বলে। (Viral News)
সংবাদমাধ্যমে Xiao Wu বলেন, “রাতারাতি ঘটে গেল। ঘুম থেকে উঠে বাঁ চোখে দেখতে পাচ্ছিলাম না। ডান চোখেও দেখতে পাওয়া বন্ধ হয়ে গেল দু’দিনের মধ্যে। হাসপাতালে দেখাতে গেলাম। জানা গেল, ছানি পড়েছে চোখে।” চিকিৎসকরা জানিয়েছেন, অত্যন্ত গুরুতর অবস্থা ওই যুবকের। চোখের মণিতে আঁধার নেমে এসেছে প্রায়। বাইরে থেকেই প্রাণহীন দেখাচ্ছে চোখ। মণির কেন্দ্রটি একেবারে সাদা হয়ে গিয়েছে।
বয়স্কদের মধ্যেই সাধারণত চোখে ছানি পড়ার সমস্যা দেখা দেয়। মধ্য ২০-র আশেপাশে এমন ঘটনা বিরল। Xiao Wu নামের ওই যুবকের রোগটিকে চিকিৎসকরা Metabolic Cataracts বলে উল্লেখ করেছেন। পরীক্ষা করে দেখা গিয়েছে, যুবকের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে তিন-চার গুণ বেশি। উহান ইউনিভার্সিটির অধীনস্থ Aier Eye Hospital-এর Presbyopia বিভাগের ডেপুটি চিফ সুন মিং বলেন, “ডায়বিটিসের জেরে চোখে ছানি পড়ে কারণ, শরীরের বিপাকীয় অস্বাভাবিকতার প্রভাব চোখের উপর পড়ে।”
কিন্তু রাতারাতি এমন ঘটল কী করে, তা বুঝতে Xiao Wu-র জীবনযাপন খতিয়ে দেখতে শুরু করেন চিকিৎসকরা। আর তাতে দু’টি বিষয় উঠে এসেছে, ১) মিষ্টি পানীয় এবং ২) মশলাদার হটপট খাবারের প্রতি যুবকের আসক্তি। বেশি চিনি এবং বেশি ফ্যাট-যুক্ত খাবারে ডায়বিটিসের ঝুঁকি বাড়ে। সময় থাকতে সতর্ক না হলে তা থেকে ছানি পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মধ্য ২০-র আশেপাশে ছানির সমস্যা বাড়ছে বলে মত তাঁদের। হাই ফ্যাট এবং বেশি মিষ্টি খাবার ও পানীয় এড়িয়ে যেতে বলছেন চিকিৎসকরা। সঙ্গে শারীরিক ভাবে সক্রিয় থাকার পরামর্শও দিচ্ছেন।






















