Viral News: ব্যান্ডেজে কন্ডোমের প্যাকেট ! 'ড্রেসিং' করতে গিয়ে আঁতকে উঠলেন চিকিৎসক, মধ্যপ্রদেশের ঘটনায় হইচই
MP News: কন্ডোমের প্যাকেট দিয়ে ব্য়ান্ডেজ? চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না অনেকে। কিন্তু মাথায় ক্ষত থেকে রক্তপাত বন্ধ করতে মধ্যপ্রদেশের মোরেনার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমনই করা হয়েছে বলে অভিযোগ।
মোরেনা (মধ্যপ্রদেশ): কন্ডোমের (condom) প্যাকেট (rapper) দিয়ে ব্য়ান্ডেজ? বাস্তব নাকি গাঁজাখুরি গল্প? চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না অনেকে। কিন্তু মধ্যপ্রদেশের (madhya pradesh) মোরেনার (morena) এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (community health care centre) মাথায় ক্ষত থেকে রক্তপাত বন্ধ করতে গিয়ে যে ভাবে কন্ডোমের প্যাকেট ব্যবহারের অভিযোগ সামনে এসেছে, তা উড়িয়ে দিতে পারছেন না প্রশাসনের কর্তারাই। 'ড্রেসিং'-র দায়িত্বে থাকা অভিযুক্ত ওয়ার্ড বয়কে (ward boy) এর মধ্যেই সাসপেন্ড (suspend) করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বিস্ময়ের ঘোর তাও কাটছে না।
ব্যান্ডেজে ও কী?
হালেই রেশমা বাই নামে এক মহিলা মাথায় গুরুতর চোট নিয়ে মোরেনার জেলা হাসপাতালে এসেছিলেন। চিকিৎসার অঙ্গ হিসেবে রোগিণীর 'ড্রেসিং' পাল্টানোর তোড়জোড় শুরু করেছিলেন ডাক্তারবাবু। ঠিক তখনই চক্ষু চড়কগাছ। রেশমার মাথায় জোড়াতালি দিয়ে যে ব্যান্ডেজ করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল, তার অন্যতম উপকরণ কন্ডোমের Rapper। চমকে ওঠেন জেলা হাসপাতালের ডাক্তার। নিজের চোখকে বিশ্বাস হয়নি। গুরুতর আহত কাউকে এই ভাবে ব্যান্ডেজ করা যায়? এমন কীর্তি কার?
(ছবি সৌজন্য: IANS)
যা জানা গেল...
রাজ্য প্রশাসন সূত্রে খবর, আদতে ধরমগড়ের বাসিন্দা রেশমার মাথায় চোট লাগায় প্রথমে পোর্সা কমিউনটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া গিয়েছিল। সেই সময় ওই হেলথ সেন্টারের জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ধর্মেন্দ্র রাজপুত। ওয়ার্ড বয় অনন্ত রামকে তিনি বলছিলেন, আপাতত রক্তপাত বন্ধ করতে অস্থায়ী ব্যান্ডেজ করতে হবে। সেই জন্য তুলোর মোটা আস্তরণের উপর একটি কার্ডবোর্ডের মতো কিছু রাখতে অনন্তকে নির্দেশ দেন তিনি। কিন্তু ওয়ার্ড বয় সেই জায়গায় একটি কন্ডোমের Rapper রেখে দিয়েছিলেন। সেখান থেকেই পরে জেলা হাসপাতালে রেফার করা হয় রেশমাকে। জেলা হাসপাতালের চিকিৎসক ব্যান্ডেজ খুলে ফের ড্রেসিং করতে গেলেই ওই ঘটনা সামনে আসে। অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসাক্ষেত্রে সরকারি পরিষেবার নামে অহরহ যে গাফিলতির অভিযোগ ওঠে, গোটা ঘটনায় সেটাই আরও এক বার স্পষ্ট হয়ে গেল বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত, স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে অভিযোগ নতুন নয় শিবরাজ সিং চৌহানের প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু এদিনের ঘটনায় বিস্ময়ের সব সীমা-পরিসীমা ছাড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন:'একটা মার দিতে এলে, তৃণমূল নেতা-কর্মীদের ভাল করে ওষুধ দিয়ে দেবেন' হুঁশিয়ারি সুকান্তর