Optical Illusion: সময় মাত্র ৯ সেকেন্ড! দীপাবলির সরঞ্জাম থেকে খুঁজে পেলেন লুকিয়ে থাকা মোমবাতি?
Optical Illusion Image: সোশ্যাল মিডিয়ায় এরকম ছবি প্রায়ই ভাইরাল হয়। এখন তো আবার সামনেই দীপাবলি। এবার তাই সেই থিমেই ভাইরাল একটি ভ্রান্ত করা ছবি। কতটা সূক্ষ্ম আপনার লক্ষ্য করার ক্ষমতা?
নয়াদিল্লি: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। দৃষ্টিভ্রম। যা শতকের পর শতক ধরে মানুষকে রোমাঞ্চিত করেছে। এমন কিছু মনোমুগ্ধকর ছবি, যা দেখে চোখ আপনার আটকাবেই। কিন্তু সেই সমস্ত ছবি চ্যালেঞ্জ (challenge) ছুঁড়ে দিতে পারে আপনার দর্শন ইন্দ্রিয়কে। যা দেখছেন, যা বুঝছেন এবং আসলে ছবিতে যা আছে তা বেশিরভাগ সময়েই সমান হয় না। সঠিক বার্তা খুঁজে বের করতে অনেকেই হিমশিম খান এই ধরনের ছবি থেকে। ফলে বাড়ে কৌতূহলের মাত্রা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এরকম ছবি প্রায়ই ভাইরাল হয়। এখন তো আবার সামনেই দীপাবলি (Diwali 2023)। এবার তাই সেই থিমেই ভাইরাল একটি ভ্রান্ত করা ছবি। কতটা সূক্ষ্ম আপনার লক্ষ্য করার ক্ষমতা? পরীক্ষা করে দেখা যাক।
গুচ্ছ জিনিসের মাঝে লুকিয়ে মোমবাতি, পেলেন খুঁজে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা নীচে দেওয়া ছবিটা। দেখা যাচ্ছে একটি দোকানে দীপাবলিতে সাজানোর (decorative items) জন্য একগুচ্ছ উপকরণ রয়েছে। খুব সন্তর্পণে দেখে সেখান থেকে খুঁজে বের করতে হবে মোমবাতি (candles)। দীপাবলির সাজে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। দেখুন তো পারেন কি না?
তবে হ্যাঁ এই মোমবাতি খোঁজার জন্য অনন্তকাল সময় দেওয়া যাবে না কিন্তু। আপনার হাতে রয়েছে মাত্র ৯ সেকেন্ড। ফোনে বরং টাইমার সেট করে নিতে পারেন। তার মধ্যে লুকিয়ে থাকা মোমবাতিটা খুঁজে বের করতে হবে।
সৌ: গুগল
পেলেন না? রইল ছোট্ট ইঙ্গিত
খুঁজে পেলেন অত্যন্ত প্রয়োজনীয় মোমবাতিটা? যদি না পেয়ে থাকেন, হতাশ হবেন না। আপনি একা নন। অনেকেই কোনও ক্লু ছাড়া খুঁজে পায়নি মোমবাতি। টিপস দেওয়া যাক বরং। ভাল করে নজর দিন দোকানের মেঝেতে ছড়িয়ে থাকা দীপাবলির ডেকরেশনের বিভিন্ন জিনিসে। একাধিক পছন্দের জিনিসের মধ্যে দেখতে পাবেন সোনালী থালার ওপর সাদা রঙের মোমবাতি জ্বলছে।
আরও পড়ুন: Goa: প্রকৃতির রূপ, বিনোদন আর স্থাপত্যের সহাবস্থান এখানে, গোয়ায় গেলে এই ৬ সমুদ্র সৈকত না দেখলেই নয়
যদি হিন্ট দেওয়ার পরও মোমবাতি খুঁজে না পান, তাহলে বরং উত্তরটা খুঁজেই দেওয়া যাক আপনাদের। নীচে রইল ছবি। দেখে নিন।
সৌ: গুগল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন