Viral Video: পোষ্য সারমেয়র দুরন্ত 'গোলকিপিং' দেখে মুগ্ধ নেট দুনিয়া, দেখুন সেই মজার ভাইরাল ভিডিও
Viral: ইতিমধ্যেই এই কুকুরটিকে দুরন্ত গোলকিপার বলে অ্যাখ্যা দিয়েছেন নেটিজেনরা। তার দক্ষতা দেখে মুগ্ধ সকলে।
Viral Video: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কুকুরদের নানা ধরনের ভিডিও হামেশাই ভাইরাল (Viral) হয়। কিছুদিন আগেই ভাইরাল (Viral Video) হয়েছিল এক কুকুরের যোগাসন করার ভিডিও। মালকিনের সঙ্গে ওই পোষ্যও যোগ দিয়েছিল শরীরচর্চায়। নিজেই পা দিয়ে পেতে নিয়েছিল যোগা ম্যাট। তারপর মালকিনের দেখাদেখি চলছিল যোগাসন অভ্যাস। এবার ফের এক সারমেয় পোষ্য ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তার সয়ামান্য কীর্তিকলাপ দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। কারণ দুর্দান্ত ‘গোল কিপিং’ করেছে ওই সারমেয়। সত্যি সত্যি ফুটবল অবশ্য খেলেনি সে। কিন্তু তার মালিক তার দিকে ছুঁড়ে দিয়েছিল একটা জিনিস। সেটা ধরে নিয়েছে সে। বলা ভাল তাকে টপকে ওই জিনিস অন্য প্রান্তে ফেলে দেওয়াই ওই ব্যক্তির লক্ষ্য ছিল। তবে এ যাত্রায় পোষ্য সারমেয়র দক্ষতায় তা আর সম্ভব হয়নি।
দুরন্ত গোল কিপিং করছে পোষ্য সারমেয়, দেখুন সেই ভাইরাল ভিডিও
He's an excellent goalkeeper..🐶🐾🥅🤯 pic.twitter.com/d0wLn6oIJC
— 𝕐o̴g̴ (@Yoda4ever) November 7, 2022
ইতিমধ্যেই এই কুকুরটিকে দুরন্ত গোলকিপার বলে অ্যাখ্যা দিয়েছেন নেটিজেনরা। তার দক্ষতা দেখে মুগ্ধ সকলে। অনেকে আবার বলেছেন শুধু ফুটবল মাঠ নয়, ক্রিকেট মাঠে নামে দিলেই সকলকে তাক লাগিয়ে দেবে এই পোষ্য সারমেয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে গোলকিপিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং করবে বলেও বিশ্বাস অনেক নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কুকুরটি এদিক ওদিক লাফিয়ে ঝাঁপিয়ে জিনিসটিকে আটকানোর চেষ্টা করেছে। এত লাফালাফির মাঝেও লক্ষ্যভ্রষ্ট হয়নি সে। যেই তার দিকে জিনিসটি ধেয়ে এসেছে কার্যত শূন্যে উড়ে সেটা মুখে করে আটকে দিয়েছে পোষ্য সারমেয়টি। ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। গত ৭ নভেম্বর এই ভিডিও পোস্ট করা হয়েছিল ট্যুইটারে। এর মধ্যেই দেড় মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে এই ভাইরাল ভিডিওর। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও এই ভিডিও ছড়িয়ে পড়েছে। পোষ্য সারমেয়র গোল কিপিংয়ের দক্ষতা দেখে মুগ্ধ নেট দুনিয়া। এই সারমেয়কে প্রশিক্ষণ দিলে সে অনেক কিছু করতে পারবে বলেও মত দিয়েছেন অনেকে। আজকাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে পোষ্য কুকুরদের মজার সব ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে বেশিরভাগই বেশ মন ভাল করে দেওয়া ভিডিও। সম্প্রতি এক কুকুরটির গোলকিপিং করার দক্ষতা দেখেও তেমনটাই বলছেন নেটিজেনরা।
আরও পড়ুন- চিতাবাঘকে চুমু খেলেন তরুণী! বদলে কী করল ওই 'বিগ ক্যাট'? দেখুন ভাইরাল ভিডিওতে