Viral Video: চিতাবাঘকে চুমু খেলেন তরুণী! বদলে কী করল ওই 'বিগ ক্যাট'? দেখুন ভাইরাল ভিডিওতে
Viral: ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি চিতাবাঘকে চুমু খেয়েছেন এক তরুণী। তার পরিবর্তে চিতাবাঘটি যে কাণ্ড ঘটিয়েছে সেটাই আশ্চর্যের বিষয়।
Viral Video: বিড়াল ভালবাসেন, সামনে বিড়াল দেখলেই গায়ে, মাথায় হাত বুলিয়ে দেন, এমন অনেকেই রয়েছেন। মার্জার প্রেমী অনেক মানুষ দেখা গেলেও, সহজে বিগ ক্যাট অর্থাৎ বাঘ প্রেমী কাউকে দেখা যায় না। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে বেজায় চমকে গিয়েছেন নেটিজেনরা। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি চিতাবাঘকে চুমু খেয়েছেন এক তরুণী। তার পরিবর্তে চিতাবাঘটি (Cheetah) যে কাণ্ড ঘটিয়েছে সেটাই আশ্চর্যের বিষয়। ওই তরুণীটিকে মোটেই আক্রমণ করেনি চিতাবাঘটি। বরং চুমুর পরিবর্তে তরুণীর গাল চেটে তাঁকে আদর করে দিয়েছে চিতাবাঘটি।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই তরুণী একটি বিশেষ পোশাক (ইউনিফর্ম) পরে রয়েছেন। এই পোশাক অস্ট্রেলিয়ার ওয়াইল্ড ক্যাট কনভেনশন সেন্টারের। ভিডিওর মধ্যেই দেখা গিয়েছে চিতাবাঘটির গালে চুমু খেয়েছেন ওই তরুণী। তারপরই চিতাবাঘটিও ঘুরে তাঁকে জিব দিয়ে চেটে বেজায় আদর করে দিয়েছে। ভাইরাল ভিডিওটি দেখে মনে হয়েছে, চিতাবাঘটির সঙ্গে ভালই বন্ধুত্ব রয়েছে ওই তরুণীর। কারণ নাহলে নির্ঘাত চিতাবাঘটির আক্রমণের শিকার হতেন তিনি। তবে এ যাত্রায় কোনও অঘটন ঘটেনি। বরং দু’জনের খুনসুটি এবং আদুরে মুহূর্ত দেখে আনন্দ পেয়েছেন বেশিরভাগ নেটিজেন।
তবে চিতাবাঘকে চুমু খাওয়া যথেষ্টই বিপজ্জনক। তাই ওই তরুণী এমন কাজ না করলেও পারতেন বলে উল্লেখ করেছেন নেটিজেনদের অনেকে। তবে এর পাশাপাশি অনেকে অবশ্য এও বলেছেন যে হয়তো অস্ট্রেলিয়ায় ওই ক্যাট কনভেনশন সেন্টারে এই তরুণীই চিতাবাঘটিকে নিয়ে এসেছেন। কিংবা তাদের মধ্যে কোনও বিশেষ বন্ধুত্ব রয়েছে। কিন্তু সাধারণ লোকজন এই ভাইরাল ভিডিও দেখে বেশ আতঙ্কিতই হয়ে পড়েছেন। সাবধানবাণী দেখে নেটিজেনদের অনেকেই বলেছেন এতটা ঝুঁকি না নিলেও পারতেন ওই তরুণী। ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। ইনস্টাগ্রামের পাশাপাশি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও। ক্রমশ এই ভাইরাল ভিডিওর ভিউ, কমেন্ট, লাইকের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন- জিমের সরঞ্জাম দিয়ে তৈরি হয়েছে শিবলিঙ্গ! নেটিজেনদের তাক লাগালেন গোয়ালিয়রের যুবক