Viral News: শরীর খারাপের বাহানায় অফিস থেকে ছুটি নিয়েছিলেন, বিমানে চেপেই দেখা হল বসের সঙ্গে! তারপর....
Viral: অস্ট্রেলিয়ার এক বাসিন্দা, শরীর খারাপ জানিয়ে ছুটি চেয়েছিলেন তাঁর সুপারভাইজারের কাছে। পেয়েও গিয়েছিলেন। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু বিপত্তি বাঁধল তারপরেই।
অস্ট্রেলিয়া: শরীর খারাপের বাহানায় অফিস থেকে ছুটি নিয়েছিলেন। কিন্তু দুঃস্বপ্নেও এমন ঘটনা ঘটবে ভাবেননি তিনি। অস্ট্রেলিয়ার (Australia) এক বাসিন্দা, শরীর খারাপ জানিয়ে ছুটি চেয়েছিলেন তাঁর অফিসের সুপারভাইজারের কাছে। পেয়েও গিয়েছিলেন। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু বিপত্তি বাঁধল তারপরেই। লায়লা সোয়ারেস নামে ওই মহিলা আসলে মিথ্যে বলেই ছুটি নিয়েছিলেন। বিমানে চড়ে রওনাও দিয়েছিলেন গন্তব্য়ে, আর ওই বিমানেই দেখা পেলেন সুপারভাইজার। ভয়ঙ্কর ভয়ের সেই মুহূর্তের ভিডিও স্যোশাল মিডিয়ায় তিনি নিজেই পোস্ট করেছেন। বসকে দেখে ঠিক কী অবস্থা হয়েছিল তাঁর, সেই অবস্থাও ক্যামেরাবন্দি করেছিলেন। সেই ভিডিও টিকটকে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে য়ায়। এমনকি ১১ মিলিয়ন ভিউ-ও ছাড়িয়েছে।
কী ছিল ভিডিওতে: ভিডিওতে দেখা যাচ্ছে যাত্রীরা বিমান থেকে বের হচ্ছেন। সেই ভিড়েই একজনকে জুম ইন করে দেখিয়েছেন মহিলা। যিনি সম্ভবত ওই কর্মচারীর বস। এর পরই মহিলা ক্যামেরাটি নিজের দিকে ঘুড়িয়ে নিজের অবস্থা দেখান সকলকে। আর তা দেখেই কার্যত হাসির রোল উঠেছে নেটমহলে। দেখা যাচ্ছে, মুখ লোকাতে যথা সম্ভব চেষ্টা চালাচ্ছেন ওই মহিলা। বিমানের মধ্যেও মুখে মাস্ক, সানগ্লাস এবং একটি টুপি পরে বসে রয়েছেন তিনি।
প্রতিক্রিয়া নেটিজেনদের: স্যোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral News) হতেই নেটিজেনরা মূল ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করেছেন তাঁদের অভিজ্ঞতাও। একজন লিখেছেন, 'আমার সঙ্গেও হয়েছে, আমি অসুস্থ জানিয়ে ফোন করেছিলাম, এরপর কেনাকাটা করতে গেছিলাম। বেরিয়ে আসার সময় আমার বস ঠিক আমার পিছনে এসে জিজ্ঞেস করেন'কি কিনছ?' ঘটনায় আমি স্থবির হয়ে গিয়েছিলাম"
কমেন্ট সেকশনে তাঁর অভিজ্ঞতা জানিয়ে আরও একজন লিখেছেন, 'অসুস্থতার কথা বলে আমি ক্যাসিনোতে গিয়েছিলাম, দেখি আমার বস একই ক্যাসিনোর অন্য একটি টেবিল থেকে আমায় হাত নাড়ছে'। সবমিলিয়ে এমনই সব মজার ঘটনার ভরে গিয়েছে কমেন্ট বক্স। যদিও শেষপর্যন্ত বসের কাছে হাতে নাতে ধরা পড়েছিলেন কিনা সে কথা জানাননি ওই কর্মচারী।
আরও ঘটনা: কিছুদিন আগ আরও একটি মজার ঘটনা ভাইরাল হয়েছিল। তবে মিথ্যে বলে নয়, একেবারে সরাসরি সত্যি বলেই বসের থেকে ছুটি চেয়েছিলেন কর্মচারী। তাঁকে অসুস্থতার বাহানাও দিতে হয়নি। বরং পার্টি করার কথা জানিয়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ছুটি চেয়ে নেন তিনি। অন্যদিকে তাঁর বসও বেশ মজার ছলেই বিষয়টি নেন এবং কর্মচারীকে ছুটিও দেন। আর বার্তালাপের সেই স্ক্রিনশটও পোস্ট করে নেটিজেনদের মন জয় করেন সোশ্যাল মিডিয়ায়।