Watch: চিপসের প্যাকেট দিয়ে সাজানো বরের গাড়ি, ভাইরাল ভিডিয়ো দেখে মস্করা নেটিজেনদের
Groom Car With Chips Pack Viral: বিয়েতে গাড়ি সাজানোর নতুন ট্রেন্ড। এক পাত্র তাঁর গাড়িটি চিপসের প্যাকেট দিয়ে সাজিয়েছিলেন। এতে আলু চিপসের চেইন দিয়ে গাড়ির সামনে থেকে পেছনে পর্যন্ত লাগানো হয়েছিল।
কলকাতা: বিয়ে বলে কথা! আর একটু জাঁকজমক করে হবে না, তাও কি হয়। বিয়ে নিয়ে অনেকের মনেই অনেকরকম স্বপ্ন থাকে। এই স্বপ্ন পূরণও করেন অনেকে। কেউ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার স্বপ্ন দেখেন। ঘোড়ায় চড়ে পৌঁছে যান। কেউ বিশাল গাড়ি আর বরযাত্রী নিয়ে বিয়ে করতে যেতে চান। তাদের স্বপ্নও পূরণ হয়। তবে সবাই যে একরকম হবেন, তার কোনও অর্থ নেই। একেকজনের মনের ইচ্ছা একেকরকম হয়ে থাকে। সম্প্রতি তেমনই কিছুটা আলাদা ইচ্ছে হয়েছিল এক পাত্রের। তিনি তাঁর গাড়ি সাজিয়েছেন অভিনব উপায়ে। অন্য আর পাঁচজন পাত্রের গাড়ি ফুল ও ডেকরেটিংয়ের নানা জিনিস দিয়ে সাজানো হয়। কিন্তু তাঁর গাড়ি সাজানো ছিল চিপসের প্যাকেট। যে চিপস বাচ্চারা আঙুল চেটেপুটে খায়।
চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজানো
আলুর চিপসের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজানো হয়। চিপসের চেইন কিনে সেগুলি গাড়ির নানা অংশে লাগিয়ে দেওয়া হয়। গাড়ির সামনের বনেট থেকে পিছনের ডিকি পর্যন্ত ছিল এই সাজ। গাড়ির সাজ আরও আকর্ষণীয় করে তুলতে আলাদা আলাদা রঙের চিপস বেছে নিয়েছিল পাত্রপক্ষ। এতে আরও রঙিন হয়ে ওঠে গাড়ির সাজ। তবে শুধু চিপস ছিল তা নয়। এর সঙ্গে অল্পস্বল্প ফুলও লাগানো হয় বরের গাড়িতে। কিন্তু চিপসের প্যাকেটের সংখ্যার তুলনায় সে কিছুই নয়। আর এই গোটা কর্মকান্ডের ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয় নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিয়ো
বিয়েবাড়ির নানা ভিডিয়ো মাঝে মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। কোনও ভিডিয়ো বেশ মজার। আবার কোনও ভিডিয়ো বিতর্কিত কাজের। তবে এই ভিডিয়োটিকে মজার বলেই মনে কছেন অনেকে। ভিডিয়োটি আদতে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখের। প্রায় দুই মাস পরে এটি ভাইরাল হয়েছে।
নেটিজেনদের মস্করা
ভাইরাল ভিডিয়ো ঘিরে নানারকম মন্তব্য থাকে নেটিজেনদের। তেমনটাই ছিল এই ভিডিয়োটিকে ঘিরেও। এই দিন বরের অভিনব বুদ্ধির প্রশংসা শোনা গেল কারও কারও মুখে। আবার কেউ কেউ বিষয়টিকে উদ্ভট অ্যাখ্যা দিলেন। এক নেটিজেন কমেন্টে লেখেন, জীবনে বিয়ে একবারই হয়, তাই যেমন ইচ্ছে তেমন করে বিয়ে করা উচিত। অন্য আরেকজন নেটিজেন লেখেন, এমনভাবে বিয়ে করাই উচিত। যাতে সকলের মনে থাকে। ভিডিয়োটি ইতিমধ্যে লাখের বেশি শেয়ার ও লাইক পেয়েছে।
আরও পড়ুন - Worlds Oldest Man Died: ১১ সন্তান, ৪১ নাতিপুতি, ১১৪ বছর বেঁচে পরলোক গমন