Guinness World Record: নাকের মধ্যে গোঁজা ৬৮টি দেশলাই কাঠি! আশ্চর্য বিশ্বরেকর্ড যুবকের
World Record: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের বয়ান অনুসারে, ৩৯ বছরের পিটার ভন নতুন কিছু রেকর্ড গড়ার কথা চিন্তা করে একেবারে অন্যভাবে এই দেশলাই কাঠির চ্যালেঞ্জ গ্রহণ করেন, যা একেবারে অভিনব।
Viral News: এক আশ্চর্য বিশ্ব রেকর্ড। ৩৯ বছর বয়সী একজন নাকের মধ্যে ঢুকিয়ে ফেললেন একটা-দুটো নয়, ৬৮ টি দেশলাই। আর তাতেই গড়লেন বিশ্বরেকর্ড (Guinness World Record)। গিনেস বুকে নাম উঠে গেল তাঁর। কী এমন কাজ করে তাক লাগালেন সেই তরুণ ?
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট জানাচ্ছে, তরুণের নাম পিটার ভন ট্যাঙ্গেন বাসকভ। ডেনমার্কে বাড়ি তাঁর। আর তিনিই সবথেকে বেশি সংখ্যক দেশলাই নিজের দুই নাকের ফুটোয় ঢুকিয়ে রেকর্ড গড়েছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি এই রেকর্ড গড়েছেন এবং ন্যূনতম ৫৪ বছর বয়স হলে তবেই এই রেকর্ড করা যেত, কিন্তু তাঁর অনেক আগেই রেকর্ড (Guinness World Record) গড়ে ফেলেছেন সেই ড্যানিশ যুবক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থাকে পিটার ভন জানিয়েছেন যে এতগুলি দেশলাই একসঙ্গে নাকে ঢোকানোর ফলে কোনও সমস্যাই হয়নি তাঁর। এমনকী তিনি এও জানিয়েছেন যে তাঁর নাকের ফুটো সাধারণের থেকে একটু বড় এবং তাঁর ত্বক এতটাই নমনীয় যে কোনও সমস্যা হয়নি। তাঁর কথায়, 'আমার বিশ্বাস যে এই জন্মগত সুবিধের কারণেই এমন ঘটনা ঘটতে পেরেছে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness World Record) বয়ান অনুসারে, ৩৯ বছরের পিটার ভন নতুন কিছু রেকর্ড গড়ার কথা চিন্তা করে একেবারে অন্যভাবে এই দেশলাই কাঠির চ্যালেঞ্জ গ্রহণ করেন, যা একেবারে অভিনব। পিটার ভন স্বীকার করেছেন যে এই আইডিয়াটা একেবারেই হঠাৎ করে এসেছে। এমনকী ছোটবেলাতেও নাকের মধ্যে কোনও জিনিস ঢোকানোর ইচ্ছা বা ধারণা পিটারের মাথাতেও আসত না।
তবে তিনি এও জানিয়েছেন যে, এই রেকর্ড (Guinness World Record) আরও বাড়ানোর ইচ্ছে রয়েছে তাঁর। আর এই দেশলাই কাঠির সংখ্যা আরও বাড়াতে গেলে খানিক প্রশিক্ষণ প্রয়োজন আর প্রয়োজন খানিক সময়। তাঁর বিশ্বাস যে বয়সের সঙ্গে সঙ্গে তাঁর নাকের আকৃতি ও নাকের ফুটোর আকার আরও বড় হবে। এছাড়াও এই নতুন রেকর্ড গড়ার আনন্দে উচ্ছ্বসিত পিটার ভন। তাঁর কথায়, 'আমি সবসময়ই জীবনে কিছু না কিছু অভিনব, উদ্ভট করার কথা ভেবে এসেছি। অনেক কিছু জিনিস আছে যা আমার অভিজ্ঞতাতেও আসেনি এখন, চোখ-কান খোলা রেখে দেখে যাও এবং সেসব করে যাও।'
এই দেশলাই কাঠি ঢোকানোর মত আরও নতুন কিছু রেকর্ড আবার করতে চাইছেন এখন পিটার ভন বাস্কভ। তবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি এখনও।
আরও পড়ুন: Viral Video: সমুদ্র ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ! কী ঘটল কানাডার এই মহিলার জীবনে ?