McLaren 765 LT: আকাশছোঁয়া দাম! ভারতের সবচেয়ে দামি গাড়ি কার গ্যারাজে?
India Most Expensive Supercar: গাড়িটি হাতে পাওয়ার পরেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিমেষে ভাইরাল সেই পোস্ট।
হায়দরাবাদ: দুরন্ত ডিজাইনের সঙ্গে গতির দাপটের মিশেল। চোখ ধাঁধানো সব বিশেষত্ব। এমন গাড়ি কার না পছন্দ? কিন্তু গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ১-২ কোটি নয়, ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা। এমনই একটি গাড়ি কিনেছেন হায়দরাবাদের এক ব্যবসায়ী। গাড়ি সংক্রান্ত খোঁজখবর রাখে এমন মহলের একটি অংশের দাবি, ভারতে এই প্রথম কোনও ব্যক্তি এই গাড়িটির মালিক হলেন। যিনি কিনেছেন তাঁর নাম নাসির খান (Naseer Khan)। তিনি ব্যবসায়ী এবং গাড়ি-প্রেমী। ইন্সটাগ্রামেও বেশ জনপ্রিয়। হায়দরাবাদে নাসিরের তাজ ফলকনুমা প্রাসাদে গাড়িটি এসেছে। নতুন গাড়ি পেয়েই পোস্ট করেছেন তিনি। আর সেই ভিডিও এখন ভাইরাল।
১২ কোটির গাড়ি:
গাড়িটি ম্য়াকলারেনের একটি বিশেষ মডেল। মডেলের নাম ম্যাকলারেন ৭৬৫ এলটি স্পাইডার (McLaren 765LT Spider)। ভারতের বাজারে গাড়িটির দাম ১২ কোটি টাকা। গাড়ি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ম্যাকলারেনের এই মডেলটিই সবচেয়ে দামি। ভারতে গত কয়েকবছর ধরেই জনপ্রিয় হচ্ছে বিভিন্ন সুপারকার। সেই সূত্রেই ভারতের বাজারে এসেছে ম্যাকলারেন। বছরখানেক আগেই ভারতে বাজারে ঢুকেছে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা। মুম্বইতে ডিলারশিপও খুলেছে। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ম্য়াকলারেন সামনে আনে তাদের সুপারকার McLaren 765 LT. যা ভারতে এই সংস্থার সবচেয়ে দামি গাড়ি। আর এর মধ্যেই ক্রেতা মিলল সেই গাড়ির।
View this post on Instagram
দুরন্ত ফিচার:
এয়ারো ডায়নামিক ডিজাইন রয়েছে এই গাড়িটির। ম্যাকলারেনের এই মডেলটি কনভার্টিবল। উপরের অংশটি খুলতে সময় নেয় ১১ সেকেন্ড। ৪ লিটার টার্বোচার্জড ভি-এইট পেট্রোল ইঞ্জিন (4.0 liter turbocharged V8 petrol engine) রয়েছে এই গাড়িটির। ইঞ্জিনটি ৭৫৬ পিএস (765 PS) এবং ৮০০ এনএম (800 Nm) সর্বোচ্চ টর্ক দিতে পারে। কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়েছে গাড়িটির বডি। মাত্র ২.৭ সেকেন্ডে ঘণ্টায় ৬০ কিলোমিটারের গতি নিতে পারে গাড়িটি। ৭.২ সেকেন্ডে গতি উঠতে পারে ঘণ্টায় ১২৪ কিলোমিটার। গাড়ি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ম্যাকলারেনের এই মডেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০৫ কিলোমিটার।
View this post on Instagram
গ্যারাজে গাড়ির ঢল:
নাসিরের গ্যারাজে শুধু McLaren 765 LT রয়েছে এমন নয়। তাঁর বাড়ির গ্যারাজে রয়েছে বিশ্বের অন্যতম দামি দামি গাড়ির সম্ভার। Rolls-Royce Cullinan Black Badge, Ferrari 812 Super Fast Car, Mercedes-Benz G350D, Ford Mustang, Lamborghini Aventador, Lamborghini Urus.
আরও পড়ুন: ট্যুইটারে ব্লু টিক পেতে হলে প্রয়োজন ফোন নম্বর ভেরিফিকেশন, জেনে নিন বিশদে