Viral News: ডাইনোসরের সময়েও ছিল 'অলিভ রিডলে', ভিডিও-র সঙ্গে দুরন্ত তথ্য আইএএস অফিসারের
Olive Ridley Turtle Videos:আজ থেকে প্রায় কুড়ি কোটি বছর আগে যখন পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছিল ডাইনোসরেরা, সেই সময়ও ছিল এই 'অলিভ রিডলে' প্রজাতির কচ্ছপ। জানালেন,আইএএস অফিসার সুপ্রিয়া সাহু
কলকাতা: কথা বলতে পারলে হয়তো ওরা বলতো, 'আমরা ডাইনোসর দেখেছি!' আজ্ঞে হ্যাঁ, আজ থেকে প্রায় কুড়ি কোটি বছর আগে যখন পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছিল ডাইনোসরেরা, সেই সময়ও ছিল এই 'অলিভ রিডলে' প্রজাতির কচ্ছপ। বিবর্তনের পথ ধরে বিশালদেহি ডাইনোসরেরা আজ উধাও, কিন্তু 'অলিভ রিডলে' রয়ে গিয়েছে। এবং তাদের সম্পর্কে এই তথ্য দিয়ে নেটিজেনদের অনেককেই চমকে দিলেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু।
অলিভ রিডলে সম্পর্কে...
সদ্যোজাত অলিভ রিডলে-দের চেন্নাইয়ের সমুদ্রে ছাড়ার সময়কার একটি ভিডিও পোস্ট করেন সুপ্রিয়া। সঙ্গে লম্বা ক্যাপশন। সেই ক্যাপশনেই লেখা,' ...কচ্ছপদের এই প্রজাতি ডাইনোসরের সময়বয়সি, প্রায় ২০ কোটি বছর পুরনো, ভাবলেই শিহরণ জাগে। এই ভয়ডরহীন বাচ্চাগুলোর গল্প শুনলে আপনাদেরও অবাক লাগবে।' এর সঙ্গে আরও একটি তথ্য দিয়েছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। লিখেছেন, 'শেল' থেকে বেরোনোর জন্য এরা 'এগ টুথ' ব্যবহার করে। সাধারণত, ভ্রূণাবস্থায় খোলসের মধ্যে থাকাকালীন কিছু পাখি বা সরীসৃপদের চোয়াল বা ঠোঁটে এক ধরনের সাদা দাঁতের মতো উঁচু অংশ দেখা যায়। এটি ব্যবহার করে খোলস ঠুকরে বেরিয়ে আসে এরা। তারই নাম 'এগ টুথ'। 'অলিভ রিডলে' কচ্ছপরাও খোলস থেকে বেরোনোর সময় এই ধরনের পদ্ধতি অনুসরণ করে। তাদের পেটে একটি 'yolk sack' থাকে বলে জানিয়েছেন সুপ্রিয়া। সাঁতার দেওয়ার সময় যাতে দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাব না হয়, সে দিকে নজর রাখতেই এই স্যাকের ব্যবহার। ভিডিও এবং ক্যাপশন এর মধ্যেই ইন্টারনেট ইউজারদের থেকে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
Goose bumps to see these tiny baby turtles making their first voyage into the sea from our Forest Department Olive ridley turtle hatchery at the Besant Nagar Beach in Chennai. To realise that these turtle species date back to the time of the dinosaurs,over 200 million years ago… pic.twitter.com/ALkCaH3IH9
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 1, 2024
নেটিজেনদের প্রতিক্রিয়া...
এক নেটিজেন লেখেন, 'ম্যাম, দারুণ বললেন। আশা করব, সদ্যোজাত এই কচ্ছপগুলো সমুদ্রে সুস্থ ও ভাল থাকবে।' আর এক ব্যবহারকারী লেখেন, 'তথ্যসমৃদ্ধ।' আর এক জনের আবার কমেন্ট, 'প্রকৃতির কী অদ্ভূত খেলা।' সব মিলিয়ে দুর্দান্ত জনপ্রিয় এই Hatchling।
আরও পড়ুন:"আগে ভারতীয় শাড়ি পোড়ান", 'বয়কট ইন্ডিয়া' আন্দোলনকারীদের কড়া বার্তা শেখ হাসিনার