Optical Illusion: ছবিতে লুকিয়ে রয়েছে হাতি! উত্তর দিতে পেরেছেন ১ শতাংশ; আপনি পারলেন?
Optical Illusion Image: এই ছবিটি টিকটক স্টার হেকটিক নিক পোস্ট করেছেন। তিনি নিজেও এই ছবিটিকে একটি অপটিকাল ইলিউশনের সঙ্গেই তুলনা করেছেন।
![Optical Illusion: ছবিতে লুকিয়ে রয়েছে হাতি! উত্তর দিতে পেরেছেন ১ শতাংশ; আপনি পারলেন? If you spot the elephant in this optical illusion useful trick to help you Optical Illusion: ছবিতে লুকিয়ে রয়েছে হাতি! উত্তর দিতে পেরেছেন ১ শতাংশ; আপনি পারলেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/28/b37b6e2c4dcb9f14cb3250c4ca64cb43_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অপটিকাল ইলিউশনের (Optical Illusion) নানা রকমফের আছে। কোনটি দেখলে মাথা ঘুরে যায়, কোনটি দেখলে আবার চোখে ধাঁধা লাগে। কোনটির মধ্যেই আবার লুকিয়ে থাকে ধাঁধা। এমনই একটি ছবি এবার ভাইরাল (Viral) হয়েছে। একটি কার্টুন (Cartoon) ছবি নিয়ে এবার তৈরি হয়েছে এক অন্য উন্মাদনা। এই ছবিটিতে লুকিয়ে রয়েছে একটি হাতি। সমীক্ষা বলছে ১ শতাংশ মানুষ কেবল এক ঝলকে ছবিটি দেখে উত্তর দিতে পেরেছেন।
এই ছবিটি টিকটক স্টার হেকটিক নিক পোস্ট করেছেন। তিনি নিজেও এই ছবিটিকে একটি অপটিকাল ইলিউশনের সঙ্গেই তুলনা করেছেন। যেখানে নেটিজেনেরা এর উত্তর পেতে চেষ্টা করেছেন। এই ছবিটি পোস্ট করে তিনি বলেছেন এক শতাংশেরও কম মানুষ এর উত্তর দিতে সক্ষম হয়েছেন যে কোথায় রয়েছে হাতিটি। তিনি এও বলেন, এটি আদতে দেখতে সহজ মনে হলেও, মোটেও সহজ নয়। ফোনটি উল্টে পালটে নিয়ে দেখলে তবেই উত্তর পাওয়া যাবে।
বন্ধুদেরকে এই ছবি পাঠিয়ে মজা করার কথাও বলেন তিনি। কে কি উত্তর দেয় সেটিও দেখার। যদিও এই ছবিটি নিয়ে বিভ্রম বেড়েছে। অনেকে বলেছেন তারা কোনও হাতি খুঁজে পাননি। অনেকে বলেছেন ফোন উল্টো করে দেখলে উত্তর পেয়ে যাবেন।
আরও পড়ুন, পাতার মধ্যেই মিশে রয়েছে বিষধর সাপ! খুঁজে না পেলেই চরম বিপদের আশঙ্কা
এখনও উত্তর পাননি। তাহলে আপনার জন্য রইল সমাধান সূত্র। ভাল করে গাছগুলি লক্ষ্য করুন। হাতির পা ও দাঁত দেখতে পাবেন সেখানে। এর মধ্যে ছোট একটি গাছ শুঁড়ের মতো রয়েছে। একজন নেটিজেন তো লিখেই দিয়েছেন যে এই ছবিটি থেকে উত্তর পেতে প্রায় ১০ ঘণ্টা সময় নষ্ট করেছি। আপনি দেখতে পেয়েছেন?
আসলে ছবির ধাঁধা নিয়ে সময় কাটাতে অনেকেই ভালোবাসেন। নতুন নতুন এমন ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশনের খোঁজ চালাতেও দেখা যায় উৎসাহী ব্যক্তিদের। একটি ধাঁধা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় যে কীভাবে বেরিয়ে যায় তা অনেকেই বুঝে উঠতে পারেন না। মস্তিষ্ক ও দৃষ্টির সর্বোত্তম ব্যবহার করেও অনেক সময় সেই ধাঁধার উত্তর পাওয়া সম্ভব হয় না। আবার অনেকেই সহজেই খুঁজে নেন সেই উত্তর। সুডোকু বা শব্দছক করার নেশার মতই এখন মানুষ এই অপটিক্যাল ইলিউশনের দিকে ঝুঁকছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)