Viral Video: ভারতে এই 'ট্রেনে চড়লেই ১৯ লাখ', কী আছে এই ট্রেনে, কোথায় চলে?
Maharajas' Express Viral Video : চারটি রুট। সফর সময় ৭ দিন। বেছে নিন যে কোনও একটি।
নয়াদিল্লি : আমরা বেশিরভাগই আমাদের জীবনের কোন না কোন সময়ে ট্রেনে ভ্রমণ করেছি। প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কি, টিকিটের লাইন, ঘেমে নেয়ে একসা হওয়ার অভিজ্ঞতা আছে সকলেরই কম-বেশি। তবে ট্রেন যাত্রাকে একেবারে ভিন্ন মাত্রা দেবে আইআরসিটিসির এই নতুন ব্যবস্থা।
সাধারণ কামরায় বিশৃঙ্খলা এবং ভিড়ের মধ্যে ক্লান্তিকর যাত্রা সকলেই করেন। তবুও দেশের বেশিরভাগ মানুষ এখনও বিমানপথের চেয়ে রেলপথকে পছন্দ করে , কারণ এটি এখনও পরিবহনের একটি সস্তা মাধ্যম। কিন্তু এই একটি রেলই তা ভুল প্রমাণ করেছে।
আরও পড়ুন :
বাড়ির কোন কোণে টিভি রাখলে সমৃদ্ধি আসন্ন? কোথায় রাখলে দাম্পত্যে অশান্তি?
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দ্বারা পরিচালিত মহারাজাস এক্সপ্রেস (Maharajas' Express), বিভিন্ন রুটে যাত্রীদের জন্য একটি বিলাসবহুল ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা লাভের সুযোগ এনে দিচ্ছে। মহারাজাস এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট বলছে, "মহারাজাস এক্সপ্রেস তার অতিথিদের একেবারে অভূতপূর্ব এক অভিজ্ঞতা দেবে। এই এক ধরনের ট্রেনে ভ্রমণের সুযোগ পেলে , ওই ট্রেনে করেই কয়েকদিন এক জায়গা থেকে অন্য জায়গায় বিলাসবহুলভাবে ঘুরতে পারা যায়। ভারতের সবচেয়ে সুব্দর পর্যটনকেন্দ্রগুলিতে নিয়ে যাবে এই ট্রেন। আর খানসামারা পরিবেশন করবেন খাবার - পানীয়। । "
এই ট্রেনে, একজন যাত্রী চারটি রুটের মধ্যে একটি বেছে নিয়ে সাত দিনের জন্য ভ্রমণ করতে পারেন। দ্য ইন্ডিয়ান প্যানোরামা, ট্রেজারস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান স্প্লেন্ডার এবং দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া (The Indian Panaroma, Treasures of India, The Indian Splendour and The Heritage of India)সফরে যেতে পারেন।
কুশাগরা নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ট্রেনের প্রেসিডেনসিয়াল স্যুটের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওর শুরুর দৃশ্যে একজন ব্যক্তি মহারাজাদের এক্সপ্রেস স্যুট রুমের দরজা খুলছেন। ইন্টারনেট ব্যবহারকারীরা এই ভিডিও দেখে মুগ্ধ। এর মধ্যে রয়েছে খাওয়ার বিরাট জায়গা, শাওয়ার সহ বাথরুম, এবং দুটি মাস্টার বেডরুম রয়েছে। ব্লগারের মতে, এর দাম ১৯ লাখের বেশি।
View this post on Instagram