ATM Loot News: মহিন্দ্রা থারে দড়ি বেঁধে ATM লুটের চেষ্টা ! ভোরবেলায় হানা দুষ্কৃতীদের; হঠাৎ দড়ি ছিঁড়তেই…
ATM Theft: তাদের চেষ্টা সত্ত্বেও এটিএম ভেঙে নগদ টাকা বের (ATM Theft) করতে পারেনি কেউ, এমনকী সেই মেশিনটি সরাতেও পারেনি একটুও। এটিএম কেবিনের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছিল তারা।

মহারাষ্ট্র: মহিন্দ্রা থার এসইউভিতে (Mahindra Thar SUV) দড়ি বেঁধে এটিএম লুট করার চেষ্টা ! মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে ঘটেছে এই ঘটনা। কিন্তু এটিএম লুটের চেষ্টা সফল হয়নি, কারণ মাঝপথে হঠাৎ করেই দড়ি (ATM Theft) ছিঁড়ে গিয়েছিল। আর তাতেই ভয় পেয়ে সেই দুষ্কৃতীরা তড়িঘড়ি এলাকা ছেড়ে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় (Maharashtra News) ধরা পড়েছে এই ঘটনা। গতকাল সোমবার ভোর ৩টে থেকে ৪টের মধ্যে মহারাষ্ট্রের শাহনুরওয়াড়ি দরগা এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার সামনে এসে হাজির হয় কয়েকজন মুখোশ পরিহিত লোক, প্রত্যেকেই একটি মহিন্দ্রা থার গাড়ি থেকে নামে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এই ঘটনা।
পুলিশ আধিকারিকদের মতে, এই দুষ্কৃতীরা এটিএমের সঙ্গে একটি হলুদ রঙের দড়ি আটকে দিয়েছিল। আর সেই দড়ির এক প্রান্ত তাদের মহিন্দ্রা থার এসইউভির সঙ্গে বেঁধে দিয়েছিল, যাতে থার গাড়িটি (ATM Theft) চালানো শুরু করলেই এটিএম তার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে কেবিন থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজের সময় হঠাৎ করেই সেই দড়িটি ছিঁড়ে যায়, আর তাই সঙ্গে সঙ্গে সেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
পালিয়ে যাওয়ার আগে সন্দেহভাজন দুষ্কৃতীরা একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটিএম খোলার চেষ্টা করে এবং বুথের ভিতরে রাখা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। তাদের চেষ্টা সত্ত্বেও এটিএম ভেঙে নগদ টাকা বের (ATM Theft) করতে পারেনি কেউ, এমনকী সেই মেশিনটি সরাতেও পারেনি একটুও। সেই শাখার ম্যানেজার বিশাল হরিদাস ইন্দুরকর সেদিনই জওহরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় চার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চুরি, অপরাধমূলক দুষ্কর্মের দায়ে অভিযুক্ত করা হয়েছে তাদের চারজনকে।
#ChhatrapatiSambhajinagar: ATM Theft Attempt Foiled
— #ChhatrapatiSambhajinagar (@sambhajinagarm) August 5, 2025
• In Chhatrapati Sambhajinagar, a group of masked thieves attempted to steal an ATM by attaching it to a #Thar SUV with a belt, but the belt snapped during the attempt, causing them to flee the scene. pic.twitter.com/lHML8jgeTt
পুলিশ ইতিমধ্যেই সেই চারজনের সন্ধানে তদন্ত শুরু করেছে, সন্দেহভাজনদের শনাক্ত করতে কাছাকাছি এলাকা থেকে নজরদারি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।






















