Microsoft Engineer Drives Auto: উইকএন্ডে অটো চালান মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার ! নেপথ্যে অবাক করা কারণ
Bengaluru News: জীবন থেকে একাকিত্ব দূর করতে উইকএন্ডে অটো চালান মাইক্রোসফট কোম্পানির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সোশ্যাল মিডিয়াতে তাঁর জীবনের কাহিনী ভাইরাল হতেই দুঃখপ্রকাশ করেছেন অনেক নেটিজেন।
বেঙ্গালুরু: আজকের ইঁদুর দৌড়ে টিকে থাকতে গিয়ে বেশিরভাগ মানুষই মন থেকে একা হয়ে গেছেন। জীবন থেকে সেই একাকিত্ব দূর করার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করি আমরা। কখনও সিনেমা বা খেলা দেখতে যাই তো কখন ভালো গান শুনে দিন কাটাই। কিন্তু, জীবন থেকে একাকিত্ব দূর করার জন্য ছুটির দিনগুলিতে কোনও ইঞ্জিনিয়ার অটো চালাচ্ছেন (Microsoft Engineer Drives Auto) এরকম ঘটনার কথা মনে হয় কেউ কোনও দিন শুনিনি বা দেখিনি। এবার সেই ঘটনার কথাই জানা গেল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। যা দেখে অনেক নেটিজেনই দুঃখপ্রকাশ করেছেন।
ভেঙ্কটেশ গুপ্তা নামে একজন ইঞ্জিনিয়ার নিজের এক্স হ্যান্ডেল থেকে একজন অটোচালকের ছবি পোস্ট করেছেন। যাতে তিনি লিখেছেন, "৩৫ বছর বয়সী মাইক্রোসফটের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে পরিচয় হল। যিনি নিজের একাকিত্ব দূর করার জন্য উইকএন্ডে কোরামানগালা এলাকায় নাম্মা যাত্রী চালান।"
Met a 35 year old staff software engineer at Microsoft in Kormangala driving Namma Yatri to combat loneliness on weekends pic.twitter.com/yesKDM9v2j
— Venkatesh Gupta (@venkyHQ) July 21, 2024
বেঙ্গালুরুতে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে, ওই ইঞ্জিনিয়ার একটি অটোর মধ্যে মাইক্রোসফটের হুডি পরে বসে আছেন। সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি ভাইরাল হতেই অনেক নেটিজেন ওই ইঞ্জিনিয়ারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আবার কেউ কেউ এই ঘটনায় মর্মাহত হওয়ার কথা উল্লেখ করেছেন।
অঙ্কিত শ্রীবাস্তব নামে একজন ইঞ্জিনিয়ার লিখেছেন, "যদি বিষয়টি সত্যি হয় তাহলে সত্যিই দুঃখজনক।" অন্য আরেকজন আবার মজা করে লিখেছেন, "এটা তখনই ঘটে যখন আপনি কোনও একটি শহরে মাত্র একটি ভাষাই বলতে পারেন। যেখানে ৫০ শতাংশ মানুষই বহিরাগত।"
তবে বেশিরভাগ নেটিজেনই বর্তমান সমাজে মানুষের জীবনে ব্যস্ততার সঙ্গে সঙ্গে একাকিত্ব কীভাবে বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টির কথাই উল্লেখ করেছেন। যার ফলশ্রুতিতে ওই ইঞ্জিনিয়ারকে অটো চালিয়ে একাকিত্ব দূর করতে হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Modi: 'কণ্ঠস্বর রুদ্ধ করবেন না...', বাজেটের আগে বিরোধীদের দিকে তাকিয়ে মোদি?