Guinness World Record: টানা ১২ ঘন্টা ট্রেডমিলে ! কেন ৬৮ কিমি হাঁটলেন গিনেস রেকর্ডধারী সুমিত ?
Guinness Record By Odisha Man: টানা ১২ ঘন্টা ট্রেডমিলে হাঁটলেন ওড়িশার সুমিত সিংহ। মোট ৬৮ কিলোমিটার হেঁটে গিনেস বুকে নাম তুললেন তিনি।
কলকাতা: এক বা দুই ঘন্টা নয়, একটানা ১২ ঘন্টা। ম্যানুয়াল ট্রেডমিলের উপর একটানা ১২ ঘন্টা না থেমে হেঁটে গেলেন ওড়িশার রাউরকেল্লার যুবক সুমিত সিংহ। আর এই ১২ ঘন্টার হাঁটাই তাঁকে এনে দিল গিনেস সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম উঠল এবার।
গিনেস বুকে নাম তোলার জন্য সারা বিশ্ব জুড়েই নানা দুঃসাহসিক ও অসামান্য প্রচেষ্টা চলে। এবার ওড়িশার রাউরকেল্লাতেও তেমনটাই হল। গত ১২ মার্চ সুমিত সিংহ নামের ওই যুবক ম্যানুয়াল ট্রেডমিলে হাঁটতে শুরু করেন। সকাল আটটায় শুরু করার পর রাত আটটায় গিয়ে থামেন সুমিত। তাঁর সেই পরিশ্রমই তাঁকে এনে দিল গিনেস বুকের আন্তর্জাতিক সম্মান।
কী বলছে গিনেস কর্তৃপক্ষ ?
গিনেসের অফিসিয়াল ওয়েবাসইটের তথ্য অনুযায়ী, সুমিত সিংহ ট্রেডমিলের উপর মোট ৬৮.০৪ কিলোমিটার হেঁটেছেন। যা এতদিনের রেকর্ডে বিরল ঘটনা। সকাল আটটা বেজে ১৫ মিনিটে ট্রেডমিলে হাঁটতে শুরু করেন সুমিত। রাত আটটা বেজে ২০ মিনিটে তিনি থামেন। এই গোটা সময় তিনি প্রতি ঘন্টায় চার কিমির বেশি হেঁটেছেন। বসন্ত পাঠাগারের উদ্যানে এই রেকর্ড গড়ার মতো ঘটনার আয়োজন করা হয়েছিল। সেখানেই সুমিত একটানা ১২ ঘন্টা হেঁটে দেখান। তাঁর সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, পুরুষদের বিভাগে গোটা বিশ্বে প্রথম হয়েছেন সুমিত সিংহ। তিনি মোট ৪২ মাইল হেঁটেছেন। তাঁর এই প্রচেষ্টাকে ‘অফিসিয়ালি আমেজিং’ বলেও উল্লেখ করেছে গিনেসের ওই সার্টিফিকেট।
কেন হঠাৎ ১২ ঘন্টা দৌড়ানোর পরিকল্পনা
কেন হঠাৎ ১২ ঘন্টা দৌড়ানোর পরিকল্পনা করলেন সুমিত সিংহ। গিনেস এই প্রসঙ্গে জানিয়েছে, সুমিত মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করতে চান। তাই এই উদ্যোগ নেন। একই সঙ্গে শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতেও এই উদ্যোগ তিনি নিয়েছেন বলে জানিয়েছেন সুমিত।
অতীতেও রেকর্ড গড়ার মতোই নানা পদক্ষেপ
এর আগেও রেকর্ড গড়ার মতোই নানা পদক্ষেপ বিভিন্ন সময় নিয়েছেন সুমিত। বেশ কয়েকটি রিপোর্ট মোতাবেক, এর আগে সুমিত একটানা ১২ ঘন্টা ও ২৪ ঘন্টা দৌড়েছিলেন। ১২ ঘন্টায় ১০২ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। অন্যদিকে ২৪ ঘন্টয় ১৬১ কিলোমিটার পথ যান। তবে এবার তাঁর ম্যানুয়াল ট্রেডমিলে হাঁটা গিনেস সম্মান এনে দিল তাঁকে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Lung Cancer: ধূমপান না করলেও কেন ফুসফুস ক্যানসার ? জানা গেল আসল কারণ