(Source: ECI/ABP News/ABP Majha)
Lung Cancer: ধূমপান না করলেও কেন ফুসফুস ক্যানসার ? জানা গেল আসল কারণ
Non-smoking Lung Cancer Reasons: ধূমপান না করলেও অনেকের ফুসফুস ক্য়ানসার হচ্ছে। এর পিছনে নাকি একটি বিশেষ গ্যাসই দায়ী।
কলকাতা: সিগারেট, বিড়ি কিছুই খাওয়ার অভ্যাস নেই। কিন্তু তা সত্ত্বেও ফুসফুসের ক্যানসার। বহু ধূমপায়ী নন এমন ব্যক্তিরা বর্তমানে এই পরিস্থিতির শিকার। আর এই অবস্থার পিছনকার কারণ খুঁজতেই একটি গবেষণা শুরু হয় মার্কিন মুলুকে। তার সাম্প্রতিক ফলাফল রীতিমতো চমকে ওঠার মতোই। দেখা গিয়েছে, গন্ধ, বর্ণহীন একটি গ্যাসই এই ক্যানসারের পিছনে দায়ী। আর সেই গ্যাসটি তৈরি হয় তেজস্ক্রিয় পদার্থ থেকে। তেজস্ক্রিয় বিকিরণ বরাবর ক্যানসারের অন্যতম কারণ। অথচ এই গ্যাসটি থাকে আমাদের বাড়িঘরদোরের খুব কাছেই, মাটির নিচে। যার জেরে ক্যানসারের সংখ্যা বাড়ছে বলে দাবি বিজ্ঞানীদের। গ্যাসটির নাম রেডন।
অসচেতন অনেকেই
রেডন গ্যাস মাটির নিচের বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থেকে তৈরি হয়। এই গ্যাস বাড়ির নিচের বেসমেন্টে সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে রেডন গ্য়াসের কোনও বর্ণ বা গন্ধ নেই। ফলে আশেপাশে কতটা গ্যাস রয়েছে, তা বোঝা কারওর পক্ষেই সম্ভব নয়। কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ম জারি রয়েছে। নিয়মিত বাড়ির আশেপাশে ও ভিতরে রেডন গ্য়াস রয়েছে কি না তার পরীক্ষা করানো বাধ্য়তামূলক। কিন্তু বেশিরভাগ মানুষই এই গ্যাসটির ব্যাপারে জানেন না।
কী বলছে সমীক্ষা ?
এই বিষয়টি নিয়ে ওহায়ো স্টেট ইউনিভার্সিটি কমপ্রিহেনসিভ ক্যানসার সেন্টার, আর্থার জি জেমস ক্যানসার হসপিটাল ও রিচার্ড জে সলভ রিসার্চ ইনস্টিটিউট একটি সমীক্ষা করে। তাতে দেখা যায়, ৭৫ শতাংশ আমেরিকান তাদের বাড়িতে রেডন গ্যাসের পরীক্ষা করান না। এর মধ্যে আবার ৫৫ শতাংশ মানুষ এই ব্যাপারে মোটেই সচেতন নন। বাড়িতে রেডন রেমিডিয়েশন সিস্টেম থাকলে এই সমস্যার থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। কিন্তু সেই ব্যবস্থাই অনুপস্থিত অনেকের বাড়িতে।
ফুসফুস ক্য়ানসারের কী কী লক্ষণ (Lung Cancer Symptoms)
- প্রাথমিক লক্ষণ কাশি যা সহজে সারে না বা দিন দিন আরও বাড়তে থাকে।
- কাশির সঙ্গে রক্ত উঠে আসা, কফের রং মরচের মতো হয়।
- বুকে প্রচন্ড ব্যথা হয়।
- গলার আওয়াজ খসখসে হয়ে যায়।
- খিদে কমে যায়।
- কোনও কারণ ছাড়াই ওজন কমতে থাকে।
- প্রচন্ড ক্লান্ত ও দুর্বল লাগে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Vitamin E Capsule: গরমে ত্বকের সমস্য়ার সমাধান ভিটামিন E ক্যাপসুল, মাখবেন কীভাবে ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )