Optical Illusion: দুটি শব্দ লুকিয়ে এই ধাঁধা লাগানো ছবিতে, বুঝতে পারছেন আপনি?
Optical Illusion Image: ছবিটি দেখে আজব লাগলেও এই ছবিতেই কিন্তু রয়েছে দুটি আস্ত ইংরেজি শব্দ। এই ছবিটি নিয়েই এখন মেতেছে নেটিজেনরা।
কলকাতা: অপটিকাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলে আজকাল আমাদের এমনই ভাবিয়ে তুলছে। কোনও ছবিতে লুকিয়ে থাকছে কোনও এক প্রাণী, কোথাও আবার লুকিয়ে রয়েছে শব্দ। এমন অনেক মানুষই রয়েছেন, যাঁরা দিনে অন্তত একটা করে অপটিকাল ইলিউশনের ছবির সমাধান করে থাকে৷ গবেষকদের মতে এটি একদিক থেকে মস্তিষ্ক এবং চোখের জন্য ভাল। এতে চিন্তাশক্তিও বৃদ্ধি পায়। অনেক বেশি সজাগ থাকে মন।
ছবিটি দেখে আজব লাগলেও এই ছবিতেই কিন্তু রয়েছে দুটি আস্ত ইংরেজি শব্দ। এই ছবিটি নিয়েই এখন মেতেছে নেটিজেনরা। সোশাল মিডিয়ায় এই অপটিকাল ইলিউশনের ছবি ভাইরাল তো হয়েছে, অত্যন্ত জনপ্রিয়ও হয়েছে। অনেকে বলেছেন চোখের স্বাস্থ্য পরীক্ষার জন্যও না কি এই ছবিটি খুব গুরুত্বপূর্ণ। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের চোখ যথেষ্ট তীক্ষ্ণ রয়েছে এমনটাই মত।
ছবিটি ভাল করে দেখুন-
আরও পড়ুন, ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জ! ছবিতে লুকিয়ে থাকা পেঁচাটিকে খুঁজে বের করতে পারবেন?
ছবিটিতে কী রয়েছে? বেশ কয়েকটি সাদা-কালো ব্লক আর তাদের ছায়ার আড়ালে লুকিয়ে আছে দুটি ইংরেজি শব্দ। সেগুলি পড়তে পারা মোটেও সহজ কাজ নয়, মানছেন নেটিজেনরা। শব্দদুটি দেখতে পাওয়া যেমন কষ্টসাধ্য। তেমন শব্দ দু’টি পড়াও কিন্তু রীতিমতো কঠিন। যাঁদের দৃষ্টিশক্তি ভালো, তাঁরাই শব্দ দু’টি দেখতে পাবেন, এমনই দাবি।
যদি একবার তাকিয়েই বুঝতে পেরে গিয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার চোখ-ও মস্তিষ্ক যথেষ্ট সজাগ ও তীক্ষ্ণ। আর যদি না পেরে থাকেন তাহলে চোখ দু’টি অল্প বন্ধ করুন। এবার দেখার চেষ্টা করুন মন দিয়ে। চোখে কি পড়ল সঠিক বানানটি। না হলে একটু ট্যারা হয়ে সেই চেষ্টা করুন। দেখবেন ঠিক দেখতে পাবেন এবার। উত্তরটি হল- Bad Eyes। ছবিতে সেটাই লেখা। চোখ কেমন সেটা বোঝার জন্যই এই শব্দ।