Optical Illusion: ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জ! ছবিতে লুকিয়ে থাকা পেঁচাটিকে খুঁজে বের করতে পারবেন?
Optical Illusion Image: এই ইলিউশন শব্দটি এসেছে লাতিন (Latin) শব্দ থেকে। যার অর্থ হল ভ্রান্ত করা। দিনের বেলার এই ছবিতে রাতের প্রাণীকে খুঁজে বের করা সত্যিই দুষ্কর।
কলকাতা: অপটিকাল ইলিউশনেই (Optical Illusion) এখন মজেছে নেটদুনিয়া। নানা রকমের দৃষ্টিভ্রমের ছবি সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) তো হয়েছে। পাশাপাশি নেটিজেনদের (Netizens) জন্য মনগ্রাহীও হয়ে উঠেছে এই ছবিগুলি। অনেকেই ছবিগুলি নিয়ে নিজেদের মধ্যে চ্যালেঞ্জও (Challenge) ছুঁড়ছেন। এই ছবিটি নিয়েই ৩০ সেকেন্ডের একটি চ্যালেঞ্জ রয়েছে। গাছের মধ্যে থেকে লুকিয়ে থাকা পেঁচাটি (Owl) খুঁজে বের করা কিন্তু মোটেও সহজ কাজ নয়।
ছবিটি আদতে জঙ্গলের একটি ল্যান্ডস্কেপ (Landscape)। সেখানে গাছের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পেঁচা। অনেকে মাথা খাটিয়েও ৩০ সেকেন্ডের মধ্যে এই ছবির উত্তর দিতে পারেনি৷ এর কারণ অবশ্য দৃষ্টিভ্রম। এগুলি এমনই ছবি হয় যা বাস্তবে থাকলেও আমাদের চোখে সবসময় ধরা পড়ে না। এটা তখনই হয় যখন আমাদের চোখ মস্তিষ্কে যে বার্তা পাঠায় তার সঙ্গে ব্রেনের যে পুরোনো স্মৃতি থাকে তার সঙ্গে মিল খায় না৷ ফলে দৃষ্টিভ্রম তৈরি হয়।
এই ইলিউশন শব্দটি এসেছে লাতিন (Latin) শব্দ থেকে। যার অর্থ হল ভ্রান্ত করা। দিনের বেলার এই ছবিতে রাতের প্রাণীকে খুঁজে বের করা সত্যিই দুষ্কর। রাতের আধারেই চলাচল করে পেঁচা। স্বভাবতই দিনের বেলায় গাছের আড়ালে লুকিয়ে রয়েছে এই প্রাণীটি। তবে অনেক দেশে যেমন ব্রিটেনে এক ধরনের পেঁচা রয়েছে যারা দিনের বেলাতেও জেগে থাকে।
এবার ভাল করে ছবিটি দেখুন।
গাছের মধ্যে ক্যামোফ্লাজ করে থাকা পেঁচাটিকে কি দেখতে পেলেন? তবে আপনার হাতে সময় রয়েছে ৩০ সেকেন্ড৷ যদি এখনও না দেখতে পেয়ে থাকেন তবে আপনার জন্য রইল উত্তর সূত্র।
আরও পড়ুন, ১৬টি বাঘ রয়েছে একটি ছবিতেই, খুঁজে পাননি অনেকেই; আপনি পারবেন?