Pregnant Woman: পেটের সন্তানও গর্ভবতী ! USG দেখে চোখ কপালে প্রসূতির; এই বিরল ঘটনা অবাক করবে
Fetus In Fetu Condition: এই ৩২ বছর বয়সী মহিলা যখন নিয়মিত চেক আপের জন্য এসেছিলেন বুলধনা জেলা মহিলা হাসপাতালের ডাক্তারের কাছে, তখনই তার শরীরে এই বিরল জন্মগত ত্রুটি শনাক্ত করা হয়।

মহারাষ্ট্র: মহারাষ্ট্রের বুলধনা জেলার ৩২ বছর বয়সী এক গর্ভবতী মহিলাকে ঘিরে এক বিরল ঘটনা প্রকাশ্যে এল। গর্ভস্থ সন্তানের পেটেও আরেকটি সন্তান। ধরা পড়ল সোনোগ্রাফিতে। চিকিৎসার পরিভাষায় একে বলে, 'ফিটাস ইন ফিটু' অবস্থা যেখানে পেটের ভিতরে থাকা একটি ভ্রূণের মধ্যে আরেকটি বিকৃত ভ্রুণ দেখতে পাওয়া যায় যা একেবারেই বিরল ঘটনা।
এই ৩২ বছর বয়সী মহিলা যখন নিয়মিত চেক আপের জন্য এসেছিলেন বুলধনা জেলা মহিলা হাসপাতালের ডাক্তারের কাছে, তখনই তার শরীরে এই বিরল জন্মগত ত্রুটি শনাক্ত করা হয়। হাসপাতালে মহিলার পেটের সোনোগ্রাফি করতেই এই বিষয়টি সম্পর্কে জানতে পারেন হাসপাতালের চিকিৎসকেরা। সেই হাসপাতালের প্রসূতি ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডা. প্রসাদ আগরওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এমন ঘটনা আদপেই বিরল, ৫ লক্ষে একজনের এই অবস্থা দেখা যায়। একে বলা হয় ফিটাস ইন ফিটু অবস্থা'। এখনও পর্যন্ত সারা বিশ্বে এমন ২০০টি ঘটনার কথা জানা গিয়েছে, এমনকী বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের প্রসবের পরেই এই বিষয়টি দেখা গিয়েছে। ভারতেও এর মধ্যে ১০-১৫টি ঘটনা নজরে এসেছে।
হাসপাতালের আধিকারিকদের পক্ষ সেই চিকিৎসক ডা. আগরওয়াল জানিয়েছেন, 'আমি যথেষ্ট ভাগ্যবান, আমি অনেকটাই সতর্ক ছিলাম যে এই শিশুটির সঙ্গে কিছু অস্বাভাবিক লক্ষণ রয়েছে। ভ্রুণের বয়স ছিল ৩৫ সপ্তাহ, মায়ের পেটের মধ্যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এই ভ্রুণ যার কিছু কিছু হাড় তৈরি হতে শুরু করেছে। আর এটা দেখেই আমি আরও সচেতন হয়ে যাই। এটি আদপে বিশ্বের অন্যতম বিরল ঘটনা যাকে বলা হয় 'ফিটাস ইন ফিটু' অবস্থা। এই ঘটনায় দ্বিতীয় মত নেওয়া হয় এবং রেডিওলজিস্ট ডা. শ্রুতি থোরাট এই বিষয়ে সম্মতি দেন। ছত্রপতি শম্ভাজী নগরে মেডিকাল ফেসিলিটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে প্রসব হয় এবং সন্তান ও মা দুজনেই সুস্থ থাকেন।
গত বছর ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের কোচবিহারে অ্যাম্বুলেন্সে করে দিনহাটা মহকুমা হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স। আর সেখানেই সন্তান প্রসব করেন এক মহিলা। পরে অবশ্য দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স গিয়ে ওই মহিলা ও তাঁর নবজাতককে উদ্ধার করে নিয়ে যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
