Viral Video: ন্যানোয় চেপে তাজ হোটেলে রতন টাটা, ভাইরাল ভিডিও
Ratan Tata: টাটা ন্য়ানোয় চেপে রতন টাটার তাজ হোটেলে আসার ছবি ভাইরাল নেট দুনিয়ায়।
![Viral Video: ন্যানোয় চেপে তাজ হোটেলে রতন টাটা, ভাইরাল ভিডিও ratan tata arrives at mumbai taj hotel in nano netizens say great human soul with true spirit of humanity Viral Video: ন্যানোয় চেপে তাজ হোটেলে রতন টাটা, ভাইরাল ভিডিও](https://static.abplive.com/wp-content/uploads/sites/2/2016/10/19132255/ratan-tata.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই:মুম্বইয়ের তাজ হোটেল। তার সামনে এসে দাঁড়াল একটি সাদা ন্যানো (tata nano)। একটিই গাড়ি, সামনে-পিছনে কোনও গাড়ি নেই। চালকের পাশে বসা যিনি তাঁকে দেখেই চোখ কপালে সকালের। সেখানে বসে খোদ রতন টাটা। কোনও দেহরক্ষী নেই। হোটেলের কর্মীরা এসে তাঁকে নিয়ে গেলেন ভিতরে। টাটা ন্য়ানোয় চেপে রতন টাটার (Ratan Tata) তাজ হোটেলে আসার ছবি ভাইরাল নেট দুনিয়ায়। টাটা গ্রুপের (TATA Group) এমিরেটাস চেয়ারম্যানের মতো এত বড় শিল্পপতির এমন সাধারণ জীবনযাপন দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
ইন্সটাগ্রাম প্রোফাইলে ভাইরাল:
পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইন্সটাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ওই মুহূর্তের ছবিটি পোস্ট করা হয়েছে। তারপরেই ঝড়ের গতিতে ভাইরাল ওই ভিডিও। রতন টাটার প্রশংসায় একের পর এক পোস্ট নেটিজেনদের। এতবড় শিল্পপতি হয়েও এমন সাধারণ জীবনযাপনের কারণে প্রশংসা নাগরিকদের। কেউ টাটা ন্যানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন, কেউ বলেছেন এমন একজনকে দেখে শিক্ষা নেওয়া উচিত।
View this post on Instagram
২০০৮ সালে বাজারে আসে টাটা ন্যানো। যার সঙ্গে সিঙ্গুর আন্দোলন, বাংলায় রাজনৈতিক পটপরিবর্তন ওতপ্রোত ভাবে জড়িত। কয়েকদিন আগে নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে টাটা ন্যানো লঞ্চের পুরনো ছবি পোস্ট করেছিলেন রতন টাটা। এবার নিজেই তাতে চড়ে এলেন হোটেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)