এক্সপ্লোর
Korean Bamboo Salt: ১ কেজি নুনের দাম ৩০ হাজার টাকা ! হইচই ফেলেছে 'ব্যাম্বু সল্ট'; কী এমন বিশেষত্ব ?
Most Expensive Salt: এক কেজি নুনের দাম পড়বে প্রায় ৩০ হাজার টাকা ! কি অবাক হয়ে গেলেন ? এমনই একটি দুষ্প্রাপ্য নুন এত বিপুল দরে মিলছে কোরিয়ায়। এর নাম দেওয়া হয়েছে কোরিয়ান ব্যাম্বু সল্ট।

এক কেজি নুনের দাম ৩০ হাজার টাকা !
1/10

আমাদের রোজকার খাওয়া-দাওয়ায় নুন একটি অতি প্রয়োজনীয় উপাদান। রান্নার স্বাদ ঠিক রাখতে নুন সর্বাগ্রে গণ্য হয়। বাজারে ২০-৩০ টাকা কেজি দরেই নুন পাওয়া যায়। ভাল নুনের মধ্যে আয়োডিনের মাত্রা বেশি থাকে যা শরীরের পক্ষে উপকারি।
2/10

কিন্তু যদি আপনাকে বলা হয় যে এক কেজি নুনের দাম পড়বে প্রায় ৩০ হাজার টাকা ! কি অবাক হয়ে গেলেন ? এমনই একটি দুষ্প্রাপ্য নুন এত বিপুল দরে মিলছে কোরিয়ায়। এর নাম দেওয়া হয়েছে কোরিয়ান ব্যাম্বু সল্ট।
3/10

এর আসল নাম জুগিওম। এই নুন মাত্র ২৫০ গ্রামের দাম ১০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬২১ টাকা।
4/10

আর এক কেজির দাম পড়বে এই নুনের ক্ষেত্রে ৪০০ ডলার অর্থাৎ ৩৪,৪৮৪ টাকা। এটিই বিশ্বের সবথেকে দামি নুন।
5/10

প্রাচীন কোরীয় ঔষধশাস্ত্রে এই নুনের বিশেষ ওষধি গুণের কথা উল্লেখ রয়েছে। তাছাড়া বিভিন্ন কোরীয় রান্নাতেও এর ব্যবহার হয়।
6/10

বাঁশের মধ্যে সমুদ্রের নুন জমাট করে ভরে পাইন গাছের জ্বালানিতে উচ্চ তাপে এই বাঁশকে ৯ বার ভাল করে পোড়ানো হয়।
7/10

নুন যখন বাঁশের ভিতরে ডেলা পাকিয়ে যায় পোড়ানোর পরে তাঁকে বের করে আনা হয় এবং গুঁড়ো করে আরেকটি বাঁশের মধ্যে ভরে দেওয়া হয়।
8/10

আরও একবার সেই নতুন বাঁশটিকে পোড়ানো হয়। সর্বোচ্চ ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপে পোড়ানো হয় এই বাঁশকে।
9/10

এরপরেই নুনের মধ্যে নীল, হলুদ, কালো রঙের কেলাস দেখা যায় এবং এর বিশেষ স্বাদ তৈরি হয় যাকে বলে গ্যামরোজুং।
10/10

১৫০০ ডিগ্রি তাপে বাঁশকে ৯ বার পোড়ালে এই নুনের রঙ হয় সম্পূর্ণ বেগুনি। একে বলা হয় 'পার্পল ব্যাম্বু সল্ট'। সমগ্র প্রক্রিয়া শেষ করতে ৫০ দিন সময় লাগে।
Published at : 05 Feb 2025 02:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
