Viral Video: পর্যটকের গাড়িকে ধাওয়া করল গণ্ডার! ভাইরাল ভিডিও
Viral: শেষ পর্যন্ত অবশ্য গাড়ির গতির সঙ্গে আর পাল্লা দিতে পারেনি গণ্ডারটি। পিছিয়ে পড়েছিল সে।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল (Viral Video) হয় যেখানে দেখা যায় জঙ্গল সাফারিতে বন্যপ্রাণীরা পর্যটকদের গাড়ি দেখে তাড়া করেছে। সাধারণত এইসব ভিডিও বেশ ভয়ঙ্কর হয়। দেখে রীতিমতো আতঙ্ক লাগতে পারে। তেমনই একটি ভিডিও এবার ভাইরাল হয়েছে ট্যুইটারে (Twitter)। অসমের একটি জাতীয় উদ্যানে এই ভিডিও তোলা হয়েছে বলে জানা গিয়েছে। আর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি একশৃঙ্গ বিশিষ্ট গণ্ডারকে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মানস জাতীয় উদ্যানে এই ভিডিও তোলা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একশৃঙ্গ গণ্ডারটি একটি পর্যটকদের গাড়িকে তাড়া করেছে। গত ২৯ ডিসেম্বর এই ভিডিও শেয়ার করা হয়েছে ট্যুইটারে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে রাস্তা ধরে এগোচ্ছে একটি সাফারি জিপ। আর পিছন থেকে দ্রুত গতিতে তাড়া করে আসছে একটি একশৃঙ্গ গণ্ডার। শেষ পর্যন্ত অবশ্য গাড়ির গতির সঙ্গে আর পাল্লা দিতে পারেনি গণ্ডারটি। পিছিয়ে পড়েছিল সে। এই ঘটনায় কেউ আহত হননি। মানস জাতীয় উদ্যানের ফরেস্ট রেঞ্জ অফিসার বাবুল ব্রহ্ম এমনটাই জানিয়েছেন।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
#WATCH | Baksa, Assam | One-horned rhinoceros seen chasing tourist vehicle in Manas National Park, video goes viral
— ANI (@ANI) December 30, 2022
"This happened on December 29. No casualty was reported," says Babul Brahma, Forest Range officer, Manas National Park
(Viral visuals confirmed by Forest Dept) pic.twitter.com/WqLJP006x9
সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে আবার বন্যপ্রাণের সঙ্গে মানুষের এক অদ্ভুত সখ্য দেখা গিয়েছে। একটি পূর্ণবয়স্ক বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে আদর করছে এক যুবককে। থাবা বাড়িয়ে যুবককে জড়িয়ে ধরিয়ে সে কী আদর বাঘমামার। পারলে কোলেই উঠে পড়ে। দেখলে মনে হবে যেন সত্যিই ওই যুবকের কোলে উঠেই পড়েছে বাঘটি। এই ভিডিও দেখে প্রথমে আঁতকে উঠলেও নেটিজেনরা বলছেন, বেশ মজাও পেয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি খাঁচার মধ্যে ছিল বাঘটি। অনুমান কোনও চিড়িয়াখানাতেই তোলা হয়েছে এই ভিডিও। এক যুবক এসে খাঁচার দরজা খুলে দিতেই একলাফে বেরিয়ে আসে বাঘটি। তারপর কার্যত ঝাঁপিয়েই পড়েছে ওই যুবকের উপর। তবে আক্রমণের ভঙ্গিতে নয়। বরং একদম আদর করার জন্যই যুবকের দিকে এগিয়েছে বাঘটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, লাফিয়ে ঝাঁপিয়ে যুবকের কোলে ওঠার চেষ্টা চালাচ্ছে বাঘটি। দেখে মনে হচ্ছে, এই যুবক নিশ্চিত ওই বাঘের প্রশিক্ষক কিংবা তাকে দেখভাল করেন। নাহলে এমন সখ্য গড়ে ওঠা মোটেই সম্ভব নয়।
আরও পড়ুন- দু'বারের গুলিতেও মরল না কেউটে, ফুঁসে উঠে প্রবল গতিতে তাড়া ঘাতককে