Viral Video: রাস্তায় ২৫ লক্ষ টাকা পেয়ে ফেরালেন রিক্সা চালক, পেলেন সততার পুরস্কারও
Viral News: পুলিশ আধিকারিকরা যখন ব্যাগটি পরীক্ষা করে দেখেন তখন তারা তার মধ্যে ৫০০ টাকার ৫০ টি বান্ডিল অর্থাৎ মোট ২৫ লক্ষ টাকা খুঁজে পান।
নয়া দিল্লি: একজন ই-রিকশা চালক পুলিশের কাছে একটি ব্যাগ ফেরত দিয়েছেন, যাতে নগদ ২৫ লাখ টাকা ছিল। মঙ্গলবার ঘটনাটি ঘটে গাজিয়াবাদে। রিকশা চালক আস মোহাম্মদ গাজিয়াবাদের মোদিনগর লোকালয়ে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। আস মোহাম্মদ ব্যাগের মালিককে খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময়ে এমন কাউকে খুঁজে পাননি।
ব্যাগটি নিজের কাছে না রেখে, মোহাম্মদ তা মোদিনগর থানায় পুলিশের হাতে তুলে দেন। পুলিশ আধিকারিকরা যখন ব্যাগটি পরীক্ষা করে দেখেন তখন তারা তার মধ্যে ৫০০ টাকার ৫০ টি বান্ডিল অর্থাৎ মোট ২৫ লক্ষ টাকা খুঁজে পান। তার সততায় মুগ্ধ হয়ে ডিসিপি ওই চালককে একটি প্রশংসাপত্র দেন।
ট্যুইটে ডেপুটি কমিশনার অফ পুলিশ (গ্রামীণ) কমিশনারেট গাজিয়াবাদে কী ঘটেছিল তা বিশদভাবে বর্ণনা করেছেন এবং লিখেছেন, ''ডিসিপি গ্রামীণ ই-রিকশা চালককে সম্মানিত করেছেন যিনি রাস্তার ধারে পাওয়া টাকা ভর্তি একটি ব্যাগ হস্তান্তর করে সততার উদাহরণ স্থাপন করেছেন। ''টুইটে মোহাম্মদের দুটি ছবিও রয়েছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর শংসাপত্র এবং ফুলের তোড়া তুলে দেয়া হচ্ছে।
আরও পড়ুন, রাতে গয়নার দোকানে ঢুকে আস্ত নেকলেস চুরি ইঁদুরের! 'গলায় পরবে না কি'? প্রশ্ন নেটিজেনের
ইন্টারনেট ব্যবহারকারীরাও ই-রিকশা চালকের কাজের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী পুলিশকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'খুবই প্রশংসনীয় বিষয় এবং এই ব্যক্তিকে সম্মান জানানোর জন্য আপনাদেরও প্রশংসা প্রাপ্য।
#PoliceCommissionerateGhaziabad
— DCP RURAL COMMISSIONERATE GHAZIABAD (@DCPRuralGZB) February 7, 2023
सड़क किनारे मिले पैसो से भरे बैग को पुलिस को सौप कर ईमानदारी की मिसाल पेश करने वाले ई रिक्शा चालक को डीसीपी ग्रामीण द्वारा किया गया सम्मानित pic.twitter.com/uyOQVcn6cB
'গত বছর একই রকম একটি ঘটনায়, একজন অটো চালক তার সততা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তিনি তার গাড়িতে রেখে যাওয়া একটি ব্যাগ ফেরত দিয়েছিলেন, যাতে ছিল ৬ লক্ষ টাকা মূল্যের গহনা এবং ৫০ হাজার টাকা।