Viral Video: রেললাইনে গলা দিলেন ব্যক্তি, মহিলা কনস্টেবলের উপস্থিত বুদ্ধিতে প্রাণরক্ষা
Viral News: আরপিএফ এর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই দেখা যায় তিনি প্ল্যাটফর্ম থেকে রেললাইনে নেমে যান।
কলকাতা: উপস্থিত বুদ্ধি ও সাহসে ভর করেই এক ব্যক্তির প্রাণ বাঁচালেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) একজন মহিলা কনস্টেবল। রেললাইন থেকে এক ব্যক্তিকে যেভাবে উদ্ধার করলেন ওই কনস্টেবল তা নিঃসন্দেহে কুর্নিশের দাবি রাখে। এই গোটা ঘটনার ভিডিওটি টুইটে শেয়ার করেছেন আরপিএফ ইন্ডিয়া।
ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আরপিএফ এর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই দেখা যায় তিনি প্ল্যাটফর্ম থেকে রেললাইনে নেমে যান। এদিক-ওদিক তাকিয়ে হঠাৎই লাইনে গলা দিয়ে একদম শুয়ে পড়েছিলেন ওই ব্যক্তি।
সেই সময় পূর্ব মেদিনীপুর রেলওয়ে স্টেশনে ছিলেন আরপিএফ-এর কনস্টেবল কে সুমতি। তাঁরই নজরে পড়ে গোটা ঘটনাটি। এদিকে ততক্ষণে দ্রুতগামী ট্রেনও ঢুকছে স্টেশনে। ওই ব্যক্তিকে উদ্ধার করতে দ্রুততার সঙ্গে রেল লাইন থেকে টেনে সরান। প্ল্যাটফর্মে থাকা আরও দু'জন কনস্টেবল তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে ততক্ষণে। এই অসীম সাহসী কাজের জন্যই বেঁচে যান ওই ব্যক্তি।
#RPF Lady Constable K Sumathi fearlessly pulled a person off the track, moments before a speeding train passes by at Purwa Medinipur railway station.
— RPF INDIA (@RPF_INDIA) June 8, 2023
Kudus to her commitment towards #passengersafety.#MissionJeevanRaksha #FearlessProtector pic.twitter.com/yEdrEb48Tg
আরপিএফ টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছে, 'মহিলা কনস্টেবল কে সুমতি বিচক্ষণায় একজন ব্যক্তিকে রেললাইন থেকে সরিয়ে আনেন। সেই সময় পশ্চিম মেদিনীপুরের ওই লাইন দিয়ে যাচ্ছিল পূর্বা এক্সপ্রেস। যাত্রীদের নিরাপত্তার প্রতি তাঁর প্রতিশ্রুতিকে ধন্যবাদ।"
কনস্টেবলের সাহসী কাজকে প্রশংসায় ভরিয়েছে নেটিজেনরাও।
আরও পড়ুন, কেন লালকে বিপদ সঙ্কেত হিসেবে বেছে নেওয়া হয়? এর পিছনে কোনও বিজ্ঞান কি রয়েছে?