Shah Rukh Khan: 'আসল' শাহরুখ কোন জন? ছবি দেখে উত্তর খুঁজে পেতে কালঘাম ছুটেছে অনুরাগীদেরই
Shah Rukh Khan Doppelganger: ছবিটি দেখলে মনে হচ্ছে শাহরুখের যমজ ভাই। কিন্তু যাকে ঘিরে এই কাহিনী তিনি একেবারেই সাধারণ ঘরের ছেলে। বরং শাহরুখের মতো দেখতে হয়েই বিপত্তিতে ফেঁসেছেন একাধিকবার।
কলকাতা: প্রথম দর্শনেই ছবি দেখে চমকেছেন? কিছুটা বিস্ময়ও গ্রাস করছে? ভাবছেন এ আবার হয় না কি! নিশ্চয়ই ফটোশপড (Photoshopped) নয়তো কোনও কারসাজি রয়েছে! কিন্তু এর কোনটিই নয়। বরং এই ছবি ও ছবিকে ঘিরে যে ঘটনা রয়েছে তা বাস্তবিকই। অবাক হলেও এমনটাই হয়েছে। ছবিটি দেখলে মনে হচ্ছে শাহরুখের (Shahrukh Khan) যমজ (Doppelganger) ভাই। কিন্তু যাকে ঘিরে এই কাহিনী তিনি একেবারেই সাধারণ ঘরের ছেলে। বরং শাহরুখের মতো দেখতে হয়েই বিপত্তিতে ফেঁসেছেন একাধিকবার।
শাহরুখের মতো এর আগে সেজেছেন অনেকেই। কিংখানের গলার নকল করেছেন অনেকেই। কিন্তু তাই বলে একেবারে একই রকম দেখতে? বিস্ময় জাগে বৈকি! সম্প্রতি সেই ব্যক্তি অর্থাৎ শাহরুখ 'যমজ' ইব্রাহিম কাদ্রির গল্প প্রকাশ্যে এনেছে 'Humans of Bombay' নামক একটি সোশাল মিডিয়ার পেজ। শাহরুখের মতো দেখতে হয়ে সুখের বদলে বারংবর নানা ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
ইব্রাহিমের 'শাহরুখ' কাহিনী
ইব্রাহিম বলেছেন, "ছোট থেকেই আমাকে সবাই শাহরুখ খান বলত। আমার মা-বাবা খুব খুশি ছিলেন। তাঁরা এমন এক পুত্রের জন্ম দিয়েছেন যে দেশের সুপারস্টারের মতো দেখতে। কিন্তু সময় যত এগিয়েছে মিল বেড়েছে অনেকটাই। বন্ধুরা আমাকে খ্যাপাত আবার মজাও নিত। রইস ছবিটি যখন দেখতে গিয়েছি সেই সময় আমার ছবি তুলে পোস্ট করে লিখেছিল শাহরুখ এসেছিল প্রিমিয়ারে। সবাই তো অবাক। সত্যি বলতে এই পাবলিসিটিতে আমি বিব্রতই বোধ করতাম।" তিনি এও বলেন একবার ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে বিড়াম্বনার বিপদে পড়েন তিনি। উপস্থিত দর্শকরা ভেবেই নিয়েছিলেন তিনি শাহরুখ খান। সে এক হইহই ব্যাপার। অবশেষে পুলিশি সহায়তায় বেরিয়ে আসতে পারেন তিনি।
তবে তিনি স্বীকার করেছেন যে তার ছবি দেখে বাঁ এক লহমায় তাঁকে দেখে বোঝার উপায় নেই তিনি আসল না নকল 'বাদশা'। এদিকে তার ছবি প্রকাশ্যে আসতে অনুরাগীরা দ্বন্দ্বে পড়েছেন কে আসল শাহরুখ তা চিনতে। ছবি দেখে সঠিক উত্তর খুঁজে পেতে কালঘাম ছুটেছে ফ্যানদের।
View this post on Instagram
আপনি বুঝতে পেরেছেন কে 'আসল' বাদশা?