Viral News: সবই রমণীর মন পেতে! ১ কোটি ৩৫ লক্ষ খরচ, খাটো থেকে দীর্ঘকায় হলেন ইনি
Leg Lengthening Surgeries: আমেরিকার নাগরিক মোজেস। বয়স ৪০ বেরিয়ে গেলেও, হীনম্মন্যতা গ্রাস করেছিল তাঁকে।
নয়াদিল্লি: পয়গম্বরের নামে ছেলের নাম রেখেছিলেন মা-বাবা। কিন্তু ঐশ্বরিক ক্ষমতা পাননি জন্মসূত্রে। তাতেও দমানো গেল না মোজেস গিবসনকে। ৪১ বছর বয়সে আক্ষরিক অর্থেই ঘষে মেজে নিজের উচ্চতা বাড়িয়ে নিলেন তিনি (Viral News)।
ঘষেমেজে নিজের উচ্চতা বাড়িয়ে নিলেন মোজেস
আমেরিকার নাগরিক মোজেস। বয়স ৪০ বেরিয়ে গেলেও, হীনম্মন্যতা গ্রাস করেছিল তাঁকে। সুঠাম হলেও, উচ্চতার জন্য মার খেতেন। কোনও মেয়েই নাকি পছন্দ করতেন তাঁকে। তাতেই ঘষেমেজে নিজের উচ্চতা বাড়িয়ে নিলেন মোজেস (Leg Lengthening Surgeries)।
৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা ছিল মোজেসের। এখন তিনি ৫ ফুট ১০ ইঞ্জি। ১ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করে এই অসম্ভবকে সম্ভব করেছেন মোজেস। তবে তাতেও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। আরও দু’এক ইঞ্চি বেশি হলে ভাল হয় বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
মোজেস জানিয়েছেন, হীনম্মন্যতায় ভুগতেন তিনি। বিশেষ করে মেয়েদের সামনে মাটিতে মিশে যেতেন। তাতে আত্মবিশ্বাসও ঝাড় খাচ্ছিল। জীবনে প্রেম এলেও টিকছিল না। উঁচু জুতো পরেও দেখেছিলেন। কিন্তু সুরাহা হয়নি।
Moses Gibson spent 170k on 2 height lengthening surgery after being subjected heightism for being 5’5!
— The Cosmetic Lane (@TheCosmeticLane) April 12, 2023
He said he long struggled to get a girlfriend due to his 5-foot-5-inch frame, initially turning to medication and a “spiritual healer” to try to increase his height… He… pic.twitter.com/HqoTcUyCZR
আরও পড়ুন: Rahul Gandhi:একে একে তোলা হল বাক্স, জিনিস বোঝাই করে বেরোল ট্রাক, বাংলো ছাড়ছেন রাহুল
নিরুপায় হয়ে মুঠো মুঠো লম্বা হওয়ার ওষুধও খেয়েছেন মোজেস। আধ্য়াত্মিকতার দ্বারস্থ হয়েছেন। তাতেও কাজের কাজ না হওয়ায় শেষ মেশ ছুরি-কাঁচির সাহায্য় নেবেন বলে ঠিক করেন। অত্যন্ত খরচসাপেক্ষ এবং যন্ত্রণাদায়ক উচ্চতা-বর্ধক অস্ত্রোপচার করান।
অস্ত্রোপচারের জন্য তিন বছরে প্রথমে ৭৫ হাজার ডলার সঞ্চয় করেন মোজেস। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির পাশাপাশি অ্যাপ ক্যাব উবরও চালাতেন। ২০১৬ সালে প্রথম বার অস্ত্রোপচার করিয়ে ৩ ইঞ্চি উচ্চতা বাড়ান। এর পর আরও ৯৮ হাজার ডলার দিয়ে অতিরিক্ত ২ ইঞ্চি উচ্চতা বাড়িয়ে নেন।
অস্ত্রোপচারের পর এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন মোজেস
এ ছাড়াও বিশেষ প্রযুক্তি ব্যবহার করেন, যাতে ছুরি-কাঁচির ছোঁয়া লাগা পায়ের হাড়ের প্রসারণ ঘটে। অস্ত্রোপচারের পর এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন মোজেস। এখন নাকি কোনও মেয়ের সঙ্গে কথা বলতে গেল ভয় পান না তিনি। তবে ৫ ফুট ১০ ইঞ্চি নয়, উচ্চতা আরও এক-দু’ইঞ্চি বাড়াতে চান মোজেস।