IIT Baba: তাঁর জন্য এখনও অপেক্ষায় প্রাক্তন প্রেমিকা ! ফিরতে চাইছেন IIT বাবা ? আবেগপ্রবণ হয়ে কী জানালেন ?
Viral IIT Baba Abhay Singh: প্রয়াগরাজের মেলায় এবারে প্রাক্তন প্রেমিকার (IIT Baba) স্মৃতিচারণা করতে শোনা গেল তাঁকে। এক সাংবাদিক তাঁকে বলেন যে তার প্রাক্তন প্রেমিকা এখনও তার জন্য অপেক্ষায় রয়েছেন।

IIT Baba Girlfriend: আইআইটি বাবার আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। মহাকুম্ভে আসার পর থেকেই একের পর এক ভিডিয়ো উঠে আসছে নেটিজেনদের দুনিয়ায়। প্রয়াগরাজের মেলায় (Mahakumbh 2025) এবারে প্রাক্তন প্রেমিকার (IIT Baba) স্মৃতিচারণা করতে শোনা গেল তাঁকে। এক সাংবাদিক তাঁকে যখন বলেন যে তার প্রাক্তন প্রেমিকা এখনও তার জন্য অপেক্ষায় রয়েছেন, তাঁকে জীবনে ফিরে পেতে চাইছেন, এর উত্তরেই আবেগপ্রবণ হয়ে পড়েন আইআইটি বাবা। কী জানালেন ?
এই প্রশ্নের উত্তরে আইআইটি বাবা অভয় সিং জানান, 'যেটা করতে চাইছ করো না...আমার শুধু একজন পার্বতী চাই। তাঁকে বলুন সাধনা করতে, ঈশ্বরের দর্শন করতে এবং তারপর আমার কাছে আসতে'। আইআইটি বম্বেতে মহাকাশবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন অভয় সিং, ওরফে ভাইরাল আইআইটি বাবা। প্রয়াগরাজের মহাকুম্ভে আসার পর থেকেই সমস্ত স্পটলাইট যেন কেড়ে নিয়েছেন তিনি। এর আগের একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছিল যে কীভাবে তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে গবেষণা ছেড়ে ছবি তোলার দিকে মনোনিবেশ করেন এবং একটা সময় সবকিছু ছেড়ে সন্ন্যাসীর জীবন বেছে নেন।
মাথার বড় জটা, ছেঁড়া মলিন পোশাকে তাঁকে দেখে অনেকেই চমকে গিয়েছেন। টেলিভিশনে তাঁকে দেখতে পেয়ে তার বাবাও ফিরে আসার কাতর অনুরোধ জানিয়েছেন সংবাদমাধ্যমে। কিন্তু তিনি যে আর ফিরতে চাইছেন না, সে কথা স্পষ্ট জানিয়েছেন অভয় সিং। এর আগে তিনি জানিয়েছিলেন যে একটি মেয়ের সঙ্গে তার বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল। ৪ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন আইআইটি বাবা। কিন্তু সেই সম্পর্ককে পরিণতি দিতে পারেননি তিনি। তার বাবা-মায়ের মধ্যে সুসম্পর্ক না থাকা, অশান্তির জেরে মানসিকভাবে স্থিতি হারিয়েছিলেন আইআইটি বাবা আর তাই সন্ন্যাসের পথেই তিনি খুঁজে নিয়েছেন শান্তি। তিনি জানান, 'আপনার সামনে যদি শুধুই খারাপ দৃষ্টান্তের ভিড় থাকে, তখন আপনার মনে কোনো ধারণাই থাকবে না কীভাবে একটি ভাল সম্পর্ক কাজ করে। আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ৪ বছর আমার একজন প্রেমিকা ছিল, কিন্তু সেই সম্পর্কও কোথাও একটা আটকে পড়েছিল। আমি বুঝতে পারছিলাম না কীভাবে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব'।
আরও পড়ুন: TRAI Rule: রিচার্জ না করালেও কতদিন চালু থাকবে সিমকার্ড ? বছরের শুরুতেই বড় ঘোষণা টেলিকম বিভাগের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
