TRAI Rule: রিচার্জ না করালেও কতদিন চালু থাকবে সিমকার্ড ? বছরের শুরুতেই বড় ঘোষণা টেলিকম বিভাগের
Jio Airtel VI Sim Users 20 Rs Recharge: দুটি সিম থাকলে অনেকসময়েই দ্বিতীয় নম্বরে রিচার্জ করতেই ভুলে যান গ্রাহকরা। আর এবারে যে ঘোষণা করেছে টেলিকম বিভাগ তাতে বারবার রিচার্জ করতেও হবে না গ্রাহকদের।

Mobile Recharge: ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে গ্রাহকদের স্বার্থে। একের বেশি সিমকার্ড (Mobile Recharge) যাদের আছে তাদের এবার খরচের বোঝা কিছুটা হলেও কমবে। দুটি সিম থাকলে অনেকসময়েই দ্বিতীয় নম্বরে রিচার্জ করতেই ভুলে যান গ্রাহকরা। আর এবারে যে ঘোষণা করেছে টেলিকম বিভাগ তাতে বারবার রিচার্জ করতেও হবে না গ্রাহকদের। তবে ৩ মাস টানা রিচার্জ না করলে সিমকার্ড (TRAI New Rule) আর বৈধ থাকবে না বলেই জানা গিয়েছে। তবে মুশকিল আসান করবে মাত্র ২০ টাকা। কীভাবে ?
জিওর নতুন বৈধতার মেয়াদ
জিও গ্রাহকরা এবার থেকে ৯০ দিনের বৈধতা পাবেন অর্থাৎ জিওর সিমকার্ডে রিচার্জ না করালে মাত্র ৯০ দিন পর্যন্ত সেই সিমকার্ড বৈধ থাকবে, তারপরে সিম বন্ধ হয়ে যেতে পারে। ৯০ দিন পরেও রিচার্জ না করা হলে সেই সিমকার্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং তা অন্য গ্রাহককে দেওয়া হবে। আর তাই মোবাইল নম্বর খোয়াতে না চাইলে আপনাকে সামান্য খরচ করতে হবে।
এয়ারটেলের নতুন বৈধতার মেয়াদ
শুধু রিলায়েন্স জিওর জন্য এই নিয়ম চালু হয়েছে এমন নয়। দেশের সমস্ত টেলিকম অপারেটরদের জন্য চালু করা হয়েছে এই নিয়ম। একইভাবে এয়ারটেলের গ্রাহকদের ক্ষেত্রেও এবার থেকে টানা ৯০ দিন সিমে রিচার্জ না থাকলে সেই সিমের বৈধতা থাকবে না এবং তা অন্য কোনো গ্রাহককে দিয়ে দেওয়া হবে। ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরে গ্রাহক ১৫ দিনের একটি গ্রেস পিরিয়ড পাবেন, এর মধ্যেও রিচার্জ না হলে সেই নম্বর দিয়ে দেওয়া হবে অন্য কাউকে। মোবাইল নম্বরটিও উদ্দিষ্ট গ্রাহকের থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।
ভোডাফোন আইডিয়ার নতুন নিয়ম
ভোডাফোন আইডিয়ার নয়া নিয়মেও এই ৯০ দিনের বৈধতার মেয়াদ রয়েছে। এক্ষেত্রেও বিনা রিচার্জে ৯০ দিন পর্যন্ত চলবে সিমকার্ড। তারপরে সিমকার্ড চালু করতে হলে ৪৯ টাকার রিচার্জ করতে হবে। কোনো রিচার্জ না হলে ফের বন্ধ হয়ে যাবে সেই মোবাইল নম্বর।
বিএসএনএলের ক্ষেত্রেও একই নিয়ম
কেন্দ্র সরকারের অধীনস্থ টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএলের ক্ষেত্রে এই বৈধতা থাকবে ১৮০ দিন, রিচার্জ না করলেও চলবে এতদিন। এই গ্রাহকদের বারেবারে রিচার্জ করার সমস্যায় পড়তে হবে না সেভাবে।
সিম সক্রিয় করতে কত খরচ
৯০ দিনের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত গ্রাহকদের প্রিপেউড ব্যালেন্সে ন্যূনতম ২০ টাকা ব্যালান্স থাকবে, তাদের ক্ষেত্রে সেই ২০ টাকা কেটে নিয়ে আরও অতিরিক্ত ৩০ দিনের বৈধতা দেওয়া হবে টেলিকম অপারেটরের পক্ষ থেকে। আর এর ফলে সিমকার্ডের জন্য আরও কিছুদিন অতিরিক্ত বৈধতা পেয়ে যাবেন গ্রাহকরা। এর মধ্যে নিয়মিত ট্যারিফ মেনে রিচার্জ করে নিতে হবে।
আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরে ৭০০ শতাংশেরও বেশি মুনাফা; কোটিপতি করেছে এই স্মলক্যাপ স্টক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
